রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বহু অভিযোগ আছে। নিয়োগ নিয়ে বার বার অস্বচ্ছতার অভিযোগ তুলেছেন রাজ্যের হবু শিক্ষকদের একটা বড় অংশ। শিক্ষক নিয়োগে গাফিলতির অভিযোগ তুলে রাস্তায় নামতে দেখা গিয়েছে রাজ্যের পরীক্ষার্থীদের। কিন্তু তাতেও হুঁশ ফেরেনি রাজ্য সরকারের। এমনকি রাজ্য সরকার সেইসব আন্দোলনকে দমানোর চেষ্টা করেছে বার বার। অস্বচ্ছতার অভিযোগ ও স্বচ্ছভাবে নিয়োগের দাবিতে আদালতের দ্বারস্থ হতে বাধ্য হয়েছে হবু শিক্ষকদের একটা বড় অংশ।
দিঘাতে প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকে দলের এক স্থানীয় নেত্রী মধুরিমা মণ্ডল মুখ্যমন্ত্রীকে কিছু প্রশ্ন করেন। সেখানে তিনি বলেন, এই রাজ্যে একটা বড় সমস্যা আছে। স্কুল সার্ভিসের মাধ্যমে নিয়োগ প্রায় আটকে আছে। যদি কিছু করেন।
এমন প্রশ্ন শুনেই মুখ্যমন্ত্রী বলেন, " এই সম্বন্ধে আমি কিছু জানি না। এই বিষয়ে যা বলার পার্থর সঙ্গে কথা বলবেন। আমার পক্ষে এইসব দেখা সম্ভব নয়। এগুলি আমি দেখি না। আদালতে সব মামলা ঝুলছে। এবার আমাকে দেখতে হবে।"
মুখ্যমন্ত্রী সরাসরি না বলে ঘুরিয়ে যখন মামলার কারণে রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আটকে আছে এমন অভিযোগ করছেন, তখন বাস্তব চিত্র অন্য কথা বলছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক হবু শিক্ষকের কথায়, আদালত শিক্ষক নিয়োগ করার নির্দেশ দেবার পরেও নিয়োগ করেনি কমিশন বা রাজ্য সরকার। এমন অনেক উদাহরণ আছে। এর পরে মুখ্যমন্ত্রী কি করে বলেন মামলার কারণে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আটকে আছে।
এমন প্রশ্ন শুনেই মুখ্যমন্ত্রী বলেন, " এই সম্বন্ধে আমি কিছু জানি না। এই বিষয়ে যা বলার পার্থর সঙ্গে কথা বলবেন। আমার পক্ষে এইসব দেখা সম্ভব নয়। এগুলি আমি দেখি না। আদালতে সব মামলা ঝুলছে। এবার আমাকে দেখতে হবে।"
মুখ্যমন্ত্রী সরাসরি না বলে ঘুরিয়ে যখন মামলার কারণে রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আটকে আছে এমন অভিযোগ করছেন, তখন বাস্তব চিত্র অন্য কথা বলছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক হবু শিক্ষকের কথায়, আদালত শিক্ষক নিয়োগ করার নির্দেশ দেবার পরেও নিয়োগ করেনি কমিশন বা রাজ্য সরকার। এমন অনেক উদাহরণ আছে। এর পরে মুখ্যমন্ত্রী কি করে বলেন মামলার কারণে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আটকে আছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন