রাজ্যে মিড-ডে মিল নিয়ে বিতর্ক চলে আসছে অনেক দিন ধরে। সম্প্রতি চুঁচুড়ার এক স্কুলে ছাত্রীদের মিড-ডে মিলে 'নুনভাত-ফেনাভাত' দেওয়াকে কেন্দ্র করে বিতর্ক ছড়িয়ে পড়ে গোটা রাজ্যে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কড়া পদক্ষেপ নিল জেলা প্রশাসন।
জেলার স্কুলগুলিতে নজরদারি চালাতে সিসিটিভি বসানোর কথা ঘোষণা করে হুগলি প্রশাসন। এবার রাজ্যের সব স্কুলে কবে কোনদিন পড়ুয়াদের কি খাবার দেওয়া হবে, সেই মেনু ঠিক করে দিল রাজ্য সরকার।
নির্দিষ্ট করে দেওয়া হয়েছে পড়ুয়াদের কোন দিন কি খাবার দিতে হবে। মিড-ডে মিলের মেনুতে এবার যুক্ত হয়েছে মাছ। ডিমের সঙ্গে মাছ দেওয়ার বিকল্পও রাখা হয়েছে মেনুতে। উল্লেখ্য, আগে সপ্তাহে দুদিন পড়ুয়াদের ডিম দেওয়ার কথা ছিল। নতুন মেনুতে ওই দুদিন পড়ুয়াদের হয় ডিম নাহয় মাছ দেওয়ার কথা বলা হয়েছে। এর পাশাপাশি মেনুতে রয়েছে চাটনিও। মেনুতে আলু ও সোয়াবিনের তরকারির পাশাপাশি আলুপোস্ত দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। সব জেলার সব স্কুলের জন্যই এই নিয়ম চালু করা হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক, এবারের মিড-ডে মিলের মেনু। সোমবার- ভাত, ডাল, আলু-সবজি, চাটনি। মঙ্গলবার- ভাত, ডাল, ডিম বা মাছের ঝোল, চাটনি। বুধবার- ভাত, ডাল, সবজি। বৃহস্পতিবার- ভাত, সবজি, ডিম বা মাছের ঝোল। শুক্রবার- ভাত, ডাল, আলুর তরকারি বা আলুপোস্ত। শনিবার- ভাত, ডাল, আলু-সোয়াবিন তরকারি।
নির্দিষ্ট করে দেওয়া হয়েছে পড়ুয়াদের কোন দিন কি খাবার দিতে হবে। মিড-ডে মিলের মেনুতে এবার যুক্ত হয়েছে মাছ। ডিমের সঙ্গে মাছ দেওয়ার বিকল্পও রাখা হয়েছে মেনুতে। উল্লেখ্য, আগে সপ্তাহে দুদিন পড়ুয়াদের ডিম দেওয়ার কথা ছিল। নতুন মেনুতে ওই দুদিন পড়ুয়াদের হয় ডিম নাহয় মাছ দেওয়ার কথা বলা হয়েছে। এর পাশাপাশি মেনুতে রয়েছে চাটনিও। মেনুতে আলু ও সোয়াবিনের তরকারির পাশাপাশি আলুপোস্ত দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। সব জেলার সব স্কুলের জন্যই এই নিয়ম চালু করা হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক, এবারের মিড-ডে মিলের মেনু। সোমবার- ভাত, ডাল, আলু-সবজি, চাটনি। মঙ্গলবার- ভাত, ডাল, ডিম বা মাছের ঝোল, চাটনি। বুধবার- ভাত, ডাল, সবজি। বৃহস্পতিবার- ভাত, সবজি, ডিম বা মাছের ঝোল। শুক্রবার- ভাত, ডাল, আলুর তরকারি বা আলুপোস্ত। শনিবার- ভাত, ডাল, আলু-সোয়াবিন তরকারি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন