চিদম্বরমের গ্রেফতারের ঘটনা বেশ চর্চা চলছে গোটা দেশ জুড়ে। এবার গ্রেফতারের বিষয় নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "চিদম্বরমের মতো একজন বর্ষীয়ান মন্ত্রীকে যেভাবে গ্রেফতার করা হয়েছে, তা হতাশাজনক।"
মুখ্যমন্ত্রী বলেন, "যেভাবে এই গ্রেফতার করা হল, তা দুঃখজনক। দেশের গণতন্ত্র আজ কাঁদছে। বিচারের বাণী নিভৃতে কাঁদছে।" এর পরে তিনি আরও বলেন, "আইনি বিষয় নিয়ে আমি কিছু বলতে চাই না। তবে যে পদ্ধতিতে তা করা হল, তা ঠিক হয় নি।"
এর পরেই তিনি বিজেপিকে তীব্র আক্রমণ করেন। তবে চিদম্বরমের গ্রেফতারির পদ্ধতিগত ক্রুটি নিয়ে সমালোচনা করেন তিনি। বিজেপিকে হালকা কটাক্ষ করে তিনি বলেন, "মিডিয়াগুলি এখন বিজেপির মুখপাত্র।"
প্রসঙ্গত, প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে পি চিদম্বরম গ্রেফতারের পর বৃহস্পতিবার ভোররাত থেকেই কার্যত জেরা শুরু করে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। জেরায় চিদম্বরমের কাছে সিবিআই জানতে চাইল, ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছিল। ইন্দ্রাণী ছিলেন আইএনএক্স মিডিয়া গ্রুপের কর্ণধার।
এর পরেই তিনি বিজেপিকে তীব্র আক্রমণ করেন। তবে চিদম্বরমের গ্রেফতারির পদ্ধতিগত ক্রুটি নিয়ে সমালোচনা করেন তিনি। বিজেপিকে হালকা কটাক্ষ করে তিনি বলেন, "মিডিয়াগুলি এখন বিজেপির মুখপাত্র।"
প্রসঙ্গত, প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে পি চিদম্বরম গ্রেফতারের পর বৃহস্পতিবার ভোররাত থেকেই কার্যত জেরা শুরু করে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। জেরায় চিদম্বরমের কাছে সিবিআই জানতে চাইল, ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছিল। ইন্দ্রাণী ছিলেন আইএনএক্স মিডিয়া গ্রুপের কর্ণধার।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন