তৃণমূলের বিরুদ্ধে বহু দুর্নীতির অভিযোগ আছে। এবার তাদের বিরুদ্ধে লক্ষাধিক সারের বস্তা বিক্রি ও কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠল। এই ঘটনাটি ঘটেছে জামালদহে। ওই এলাকার বেশকিছু অবৈধ গোডাউনসহ অফিস সিল করল কৃষি দফতরের আধিকারিকরা। জামালদহ সমবায় কৃষি উন্নয়ন সমিতির দায়িত্বে থাকা তৃণমূল নেতা ধনীপ্রসাদ বর্মণের বিরুদ্ধে অবৈধভাবে সারের বস্তা বিক্রির অভিযোগ ওঠে।
অভিযোগ, প্রায় দু-লাখ সারের বস্তা অবৈধভাবে তিনি নিজের পরিচিত সার ব্যবসায়ীদের গোডাউনে রেখেছিলেন বিক্রির জন্য।
স্থানীয় বিজেপি নেতাদের অভিযোগ, প্রায় দুই লাখ সারের বস্তা সমবায় সমিতির গোডাউনে না রেখে, নিজের সুবিধা মতন অন্যের গোডাউনে রাখতেন তৃণমূল এই নেতা। এ বিষয়ে এলাকার কৃষকরা মেখলিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে কৃষি দফতরের আধিকারিকরা অবৈধ গোডাউনগুলো সিল করে দেন। পুলিশ অভিযুক্ত ধনীপ্রসাদ বর্মণকে পরে গ্রেফতার করেন। কিন্তু অভিযুক্ত দ্রুত ছাড়া পেয় যান। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মেখলিগঞ্জ থানায় সামনে বিক্ষোভ দেখান কয়েকশো কৃষক ও বিজেপি সমর্থক।
স্থানীয় বিজেপি নেতাদের অভিযোগ, প্রায় দুই লাখ সারের বস্তা সমবায় সমিতির গোডাউনে না রেখে, নিজের সুবিধা মতন অন্যের গোডাউনে রাখতেন তৃণমূল এই নেতা। এ বিষয়ে এলাকার কৃষকরা মেখলিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে কৃষি দফতরের আধিকারিকরা অবৈধ গোডাউনগুলো সিল করে দেন। পুলিশ অভিযুক্ত ধনীপ্রসাদ বর্মণকে পরে গ্রেফতার করেন। কিন্তু অভিযুক্ত দ্রুত ছাড়া পেয় যান। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মেখলিগঞ্জ থানায় সামনে বিক্ষোভ দেখান কয়েকশো কৃষক ও বিজেপি সমর্থক।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন