আজ বৃহস্পতিবার, মাসের প্রথম দিন। প্রত্যাশা ছিল মাসের প্রথম দিনে বেতন হাতে পাবেন তাঁরা। কিন্তু সেটা হল না। মাসের প্রথম দিনে বেতন না পেয়ে বেশ হতাশ রাজ্যের শিক্ষকদের একটা বড় অংশ। যদিও সরকারি স্কুলের শিক্ষকরা বেতন হাতে পেয়ে গিয়েছেন। কিন্তু রাজ্যের স্পন্সর স্কুল গুলিতে বেতনের দেখা নেই।
এক সূত্রের দাবি, শিক্ষা দফতরের গাফিলতির জন্য এই বেতন বিভ্রাট ঘটে।
তৃণমূল সরকার রাজ্যের ক্ষমতায় আসার পর শিক্ষকদের মাসের প্রথম দিন এই বেতন দেবার নিয়ম চালু হয় রাজ্যে। কিন্তু শিক্ষকদের কাছে এখন একটাই প্রশ্ন এই বেতন পেতে দেরি হবার আসল কারণ কি? আর দায় নেবে কি সরকার? এই বেতন বিভ্রাট ঘটেছে প্রায় গোটা রাজ্য জুড়ে। এই বেতন বিভ্রাটের ফলে সমস্যায় রাজ্যের শিক্ষকরা।
এই বেতন উপযুক্ত সময় না পাবার ফলে সমস্যায় পড়তে হতে পারে শিক্ষকদের। এমনটা মনে করছেন এক ব্যাঙ্ক কর্মচারী।
এক সূত্রের দাবি, শিক্ষা দফতরের গাফিলতির জন্য এই বেতন বিভ্রাট ঘটে।
এই বেতন উপযুক্ত সময় না পাবার ফলে সমস্যায় পড়তে হতে পারে শিক্ষকদের। এমনটা মনে করছেন এক ব্যাঙ্ক কর্মচারী।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন