রাজ্যের শিক্ষকদের একটা বড় অংশ দীর্ঘ দিন ধরে অসন্তুষ্ট রাজ্য সরকারের উপর। বিশেষকরে বেতন সংক্রান্ত বিষয় নিয়ে অসন্তুষ্ট রাজ্যের শিক্ষকরা। শিক্ষক অসন্তোষের চিত্র ধরা পড়েছে এবারের লোকসভা নির্বাচনে। যদিও নির্বাচনের ফল ঘোষণার পর থেকে শিক্ষক অসন্তোষ কমাতে বেশকিছু উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। কিন্তু তার পরেও এখনও ক্ষোভ আছে শিক্ষকদের মধ্যে।
এবার শিক্ষক বিক্ষোভে কাঁপল বাঁকুড়া। একাধিক দাবি নিয়ে পথে নামল নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। পিআরটি স্তরের নিরিখে বেতন, প্রশিক্ষণ-হীন শিক্ষকদের নতুন বেতন-ক্রমের আওতায় আনা, ষষ্ঠ পে কমিশন দ্রুত কার্যকর সহ ২২ দফা দাবি জানায় তারা। এই ইস্যুতে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানকে ডেপুটেশন ও স্মারকলিপি দিল সমিতির সদস্যরা। আজ (বৃহস্পতিবার) ওই সংগঠনের সদস্যরা শহরে মিছিল করে মাচানতলায় জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের কার্যালয় 'বিদ্যাভবনে' পৌঁছান।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন