ফের শিক্ষকদের উপর লাঠি চালাল পুলিশ। পুলিশের লাঠির আঘাতে আহত হয়েছেন আন্দোলনকারী ভোকেশনাল শিক্ষকদের অনেকেই। মুহূর্তে পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যায়। এসএন ব্যানার্জি রোডে এই ঘটনাকে কেন্দ্রকরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।
বুধবার পুলিশের হাতে লাঠিপেটা খেলেন রাজ্যের কয়েক হাজার ভোকেশনাল শিক্ষক। অনেকের হাত, পা ভাঙার অভিযোগ পাওয়া গিয়েছে। এদিন কেশকিছু দাবিতে আন্দোলনে সামিল হন রাজ্যের ভোকেশনাল শিক্ষকরা। সেখানেই তাঁদের উপর লাঠি চালায় পুলিশ। এমনটাই অভিযোগ। আন্দোলনকারী শিক্ষকরা জানান, অনুমতি নিয়েই তাঁরা এদিন বিক্ষোভ দেখাচ্ছিলেন। আর তারপরেও পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করে।
আজ একাধিক দাবি নিয়ে সকালে কারিগরি ভবনের মধ্যে অবস্থান বিক্ষোভে বসেন ভোকেশনাল শিক্ষকরা। প্রথমে পুলিশ আন্দোলনকারীদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও কাজ হয়নি। এর পরে পুলিশ নির্বিচারে লাঠি চালায় বলে অভিযোগ করেন শিক্ষকরা।
আজ একাধিক দাবি নিয়ে সকালে কারিগরি ভবনের মধ্যে অবস্থান বিক্ষোভে বসেন ভোকেশনাল শিক্ষকরা। প্রথমে পুলিশ আন্দোলনকারীদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও কাজ হয়নি। এর পরে পুলিশ নির্বিচারে লাঠি চালায় বলে অভিযোগ করেন শিক্ষকরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন