আবার বড় রকমের শিক্ষক আন্দোলন দেখবে রাজ্যের মানুষ। বছরের পর বছর ধরে টিজিটি পে স্কেলের দাবি জানিয়ে আসছেন রাজ্যের গ্র্যাজুয়েট শিক্ষকরা। এই দাবি আদায়ের জন্য দীর্ঘদিন রাজ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছে বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স এ্যাসোসিয়েশন (বিজিটিএ)।
এই বিষয়ে জানা গিয়েছে, বহরমপুর গোরাবাজার আইসিআই স্কুলের সামনে বিজিটিএ-এর মুর্শিদাবাদ জেলা শাখার আয়োজনে একটি সভা অনুষ্ঠিত হল।
২২শে জুলাই, কোলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য গ্রাজুয়েট শিক্ষকদের টিজিটি পে স্কেলের পক্ষে রায় দিয়েছিলেন। রাজ্য সরকার সেই রায়কে মান্যতা না দিয়ে রাজ্যের গ্রাজুয়েট শিক্ষকদের বঞ্চিত করেই চলছে। এই ঘটনার প্রতিবাদে আগামী ১৯শে আগস্ট 'কলকাতা চলো' ডাক দেওয়া হয়েছে ওই সংগঠনটির তরফ থেকে। এই সভাতে উপস্থিত ছিলেন বিজিটিএর রাজ্য ও জেলা নেতৃত্ব নীলাদ্রি শেখর সমাদ্দার, সাবির চাঁদ, সুদীপ সাহা সহ একাধিক নেতৃত্ব।
এই বিষয়ে জানা গিয়েছে, বহরমপুর গোরাবাজার আইসিআই স্কুলের সামনে বিজিটিএ-এর মুর্শিদাবাদ জেলা শাখার আয়োজনে একটি সভা অনুষ্ঠিত হল।
Loading...
loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন