বিজেপি নেত্রী সুষমা স্বরাজের অকস্মাৎ প্রয়াণে শোকের ছায়া গোটা দেশে। সুষমার প্রয়াণে শোকপ্রকাশ করলেন সিপিআই(এম) নেতা সূর্যকান্ত মিশ্র। দু-জনের রাজনৈতিক আদর্শ আলাদা হলেও, প্রাক্তন বিদেশ-মন্ত্রীর সঙ্গে সম্পর্ক খুবি ভাল ছিল সূর্যকান্ত মিশ্রের।
সেই কথা টুইট করে জানালেন তিনি।
মিশ্র লিখেছেন, সুষমা স্বরাজের থেকে তিনি বয়সে বড়। কিন্তু তবুও কোথাও যেন বড় দিদি উনিই। যখন সুষমা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ছিলেন, তখন সূর্য-বাবু রাজ্যের মন্ত্রী। সেইসময় সুষমা স্বরাজের সঙ্গে তাঁর সুসম্পর্ক নিয়ে বলেছেন মিশ্র। এই বাম নেতার কথায়, " আরএসএস-এর যোগসূত্রে নয়, বরং বিদেশ-মন্ত্রকের দায়িত্বে ছিলেন একজন মাতৃসমা মহিলা, এটাই ছিল আনন্দের বিষয়।" সূর্যকান্ত মিশ্র ছাড়াও সুষমা স্বরাজের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন বহু রাজনৈতিক ব্যক্তিত্ব।
মিশ্র লিখেছেন, সুষমা স্বরাজের থেকে তিনি বয়সে বড়। কিন্তু তবুও কোথাও যেন বড় দিদি উনিই। যখন সুষমা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ছিলেন, তখন সূর্য-বাবু রাজ্যের মন্ত্রী। সেইসময় সুষমা স্বরাজের সঙ্গে তাঁর সুসম্পর্ক নিয়ে বলেছেন মিশ্র। এই বাম নেতার কথায়, " আরএসএস-এর যোগসূত্রে নয়, বরং বিদেশ-মন্ত্রকের দায়িত্বে ছিলেন একজন মাতৃসমা মহিলা, এটাই ছিল আনন্দের বিষয়।" সূর্যকান্ত মিশ্র ছাড়াও সুষমা স্বরাজের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন বহু রাজনৈতিক ব্যক্তিত্ব।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন