ফের মাঝ আকাশে ভেঙে পড়ল ভারতীয় সেনার বিমান। বৃহস্পতিবার ভারতীয় সেনার সুখোই-৩ জেটটি অসমের তেজপুরে ভেঙে পড়ে। বিমানে থাকা দুই পাইলট আহত হলেও প্রাণে বেঁচে গিয়েছেন। এমন ঘটনা কি করে ঘটল তা তদন্ত করার পরেই তবে বলা সম্ভব। জানা গিয়েছে, তেজপুর থেকে এটি রুটিন ট্রেনিংয়ে বেরিয়েছিল।
কিছুটা দূরে গিয়েই ভেঙে পড়ে বিমানটি। যদিও দুই পাইলট নিরাপদে বেরিয়ে আসেন। যদিও এর আগে মার্চ মাস ভেঙে পড়ে মিগ ২৭ যুদ্ধবিমান। ভারতীয় বায়ু-সেনার এই মিগ বিমানটি রুটিন মহড়া দিচ্ছিল বলে সেবারেও জানান হয়ে ছিল।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন