এবারের লোকসভা নির্বাচনে বঙ্গে বড় সাফল্য পেয়েছে বিজেপি। হারতে হয়েছে তৃণমূলের একাধিক হেভি-ওয়েট নেতাদের। রাজনৈতিক মহলের একটা বড় অংশের ধারণা সামনের বিধানসভা নির্বাচনে কড়া চ্যালেঞ্জের সামনে পড়তে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
বিজেপি লোকসভা নির্বাচনে কিছু জায়গায় জিতলেও ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে ফের ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস। ভারত ছাড়ো আন্দোলন স্মরণ করার জন্য শুক্রবার তৃণমূল কংগ্রেসের ডাকে সমাবেশে যোগ দিয়ে এমন মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেস নেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দু বলেন, ২০১৯ সালে পরিবর্তন হয়নি। ইভিএম-এ নির্বাচন হলে বিজেপি জেতে। তাই আমরা ব্যালট পেপারে নির্বাচন করার দাবি তুলেছি। কিছু জায়গায় আমরা হেরেছি। এটা ঠিক কথা। কিন্তু সেই সব এলাকায় জমি পুনরায় আমাদের দখলে আনতে শুরু করেছি। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলাই আগামী দিনে ভারতকে পথ দেখাবে। ২০২১ সালে নির্বাচনে আমরাই আবার জিতে সরকার গঠন করব।
গতকাল এই সভা থেকে বিজেপিকে দেশ ছাড়া করার ডাক দেয় তৃণমূল। বিজেপির বিভিন্ন সিদ্ধান্ত কে কড়া সমালোচনা করেন শুভেন্দু। তিনি অভিযোগ করেন, বিজেপি এখন দেশের ইতিহাস-ভূগোলকে বদলে দিতে চাইছে। এই সভাতে শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন মানস ভুঁইয়া।
বিজেপি লোকসভা নির্বাচনে কিছু জায়গায় জিতলেও ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে ফের ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস। ভারত ছাড়ো আন্দোলন স্মরণ করার জন্য শুক্রবার তৃণমূল কংগ্রেসের ডাকে সমাবেশে যোগ দিয়ে এমন মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেস নেতা শুভেন্দু অধিকারী।
গতকাল এই সভা থেকে বিজেপিকে দেশ ছাড়া করার ডাক দেয় তৃণমূল। বিজেপির বিভিন্ন সিদ্ধান্ত কে কড়া সমালোচনা করেন শুভেন্দু। তিনি অভিযোগ করেন, বিজেপি এখন দেশের ইতিহাস-ভূগোলকে বদলে দিতে চাইছে। এই সভাতে শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন মানস ভুঁইয়া।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন