বাঙালি ভ্রমণকারীদের কাছে বড় খবর। নামমাত্র খরচে উত্তরবঙ্গ ঘুরে দেখার সুযোগ পাবেন পর্যটকরা। এই পর্যটন প্রসারে উদ্যোগ নিয়েছে উত্তরবঙ্গ পর্যটন দফতর। মাত্র ১২০০ টাকার বিনিময়ে নর্থ বেঙ্গলের যে কোনও ট্রাভেল স্পট দেখার সুযোগ পাবেন ভ্রমণ-প্রেমীরা।
গত সোমবার এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক সারেন রাজ্যের পর্যটন-মন্ত্রী গৌতম দেব।
ওই বৈঠকে হাজির ছিলেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলার আধিকারিকরা। রাজ্য সরকারের এই উদ্যোগের ফলে আগামী দিনে ব্যাপক ভাবে পর্যটন প্রসার হবে উত্তরবঙ্গে। এর সঙ্গে চলতি বছরের নভেম্বর মাসে পর্যটন উৎসবের আয়োজন হতে চলেছে বলে জানিয়েছেন গৌতম দেব। মেটেলি, গজলডোবা সহ একাধিক জায়গায় পালিত হবে এই পর্যটন উৎসব।
গত সোমবার এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক সারেন রাজ্যের পর্যটন-মন্ত্রী গৌতম দেব।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন