নানান জল্পনার পর কংগ্রেস সভানেত্রী হিসেবে সনিয়া গান্ধীর নামেই শিলমোহর দিল কংগ্রেসের ওয়ার্কিং কমিটি। যদিও এর আগে সনিয়া গান্ধীর কাছ থেকে শতাব্দী প্রাচীন দলের দায়িত্ব কাঁধে নিয়েছিলেন রাহুল গান্ধী।
কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। মনমোহন সিং, প্রিয়াঙ্কা গান্ধী, আহমেদ পটেল, একে অ্যান্টনি, গুলাম নবি আজাদ ও পি চিদাম্বরম এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন।
এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেসের বিপর্যয়ের পর সভাপতি পদ থেকে ইস্তফা দেন রাহুল গান্ধী। কিন্তু তাঁকে ইস্তফা দেওয়া থেকে বিরত করার চেষ্টা করে কংগ্রেস নেতৃত্ব। কিন্তু তিনি অনড় থাকেন। এরপরই অন্তর্বর্তী সভানেত্রী হিসেবে সনিয়া গান্ধীকে বেছে নেয় কংগ্রেস ওয়ার্কিং কমিটি।
এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেসের বিপর্যয়ের পর সভাপতি পদ থেকে ইস্তফা দেন রাহুল গান্ধী। কিন্তু তাঁকে ইস্তফা দেওয়া থেকে বিরত করার চেষ্টা করে কংগ্রেস নেতৃত্ব। কিন্তু তিনি অনড় থাকেন। এরপরই অন্তর্বর্তী সভানেত্রী হিসেবে সনিয়া গান্ধীকে বেছে নেয় কংগ্রেস ওয়ার্কিং কমিটি।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন