কংগ্রেস নেতা গুলাম নবী আজাদকে আটকে দেওয়া হয়েছিল শ্রীনগর বিমানবন্দরে। এবার সেই একি কায়দায় আটকে দেওয়া হল সিপিআই(এম)এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে। একি সাথে আটকে দেওয়া হয় আর এক সিপিআই(এম) নেতা ডি রাজাকে। আজ(শুক্রবার) বিকেলের উড়ানে তাঁদের দিল্লিতে ফিরত পাঠান হবে। সিপিআই(এম) এর তরফ থেকে এমন কথা জানান হয়েছে।
দলের শীর্ষ নেতাকে এইভাবে ঢুকতে না দেবার খবর টুইট করে জানিয়েছে সিপিআই(এম)। বলা হয়েছে," শ্রীনগর বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সিপাই(এম) এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে। তাঁকে কোথাও ঢুকতে দেওয়া হচ্ছে না। যদিও প্রশাসনকে আগেই জানান হয়েছিল যে আমাদের দলের বিধায়ক ইউসুফ তারিগলি ও দলের নেতাদের সাথে দেখা করার জন্য ইয়েচুরি শ্রীনগর যাচ্ছেন। এইভাবে আটকানোর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।"
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন