রানু মণ্ডল এখন বেশ পরিচিত নাম। সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন তিনি সেলিব্রিটি। যদিও আগেই ডাক এসেছে মুম্বই, কলকাতা থেকে। রানাঘাটের লতাকন্ঠী রানু মণ্ডলের নামের সঙ্গে তাই সেলিব্রিটি কথাটা রাজ্যের মানুষের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে। এবার সেই রানু মণ্ডল উপস্থিত হলেন কলকাতার এক নামি স্টুডিওতে। মূলত তাঁর সাক্ষাতকার নেওয়ার জন্য ডাকা হয়। ওই স্টুডিওয় বসে সবার সামনে গান করে অবাক করে দেন তিনি।
বৃহস্পতিবার তিনি কলকাতায় গিয়ে রেকর্ডিং করেন।
গতকাল সকালে রানাঘাটের বেগোপাড়ায় রানুদেবীর বাড়ির সামনে এসে দাঁড়ায় একটি গাড়ি। এর পর ওই গাড়ি থেকে কয়েকজন নেমে রানুদেবীর বাড়িতে ঢোকেন। এরপর রানুদেবীকে তৈরি করে তাঁর সঙ্গে দু-জন প্রতিবেশীকে নিয়ে ফের গাড়ি কলকাতার উদ্দেশে রওনা দেয়। কলকাতায় রানুদবীর প্রথমে মেকআপ করান হয়। তারপর সামান্য রিহার্সালের পর্ব শেষ করে শুরু হয় স্টুডিওতে সাক্ষাৎকার। এক ভবঘুরের জীবন থেকে সেলিব্রিটি হওয়ার নানা কাহিনী একের পর এক জানালেন রানুদেবী। বলতে ভোলেননি তাঁর এই সেলিব্রিটি হওয়ার পিছনে যে যুবকের ভূমিকা সবথেকে বেশি তার নামও।
গতকাল সকালে রানাঘাটের বেগোপাড়ায় রানুদেবীর বাড়ির সামনে এসে দাঁড়ায় একটি গাড়ি। এর পর ওই গাড়ি থেকে কয়েকজন নেমে রানুদেবীর বাড়িতে ঢোকেন। এরপর রানুদেবীকে তৈরি করে তাঁর সঙ্গে দু-জন প্রতিবেশীকে নিয়ে ফের গাড়ি কলকাতার উদ্দেশে রওনা দেয়। কলকাতায় রানুদবীর প্রথমে মেকআপ করান হয়। তারপর সামান্য রিহার্সালের পর্ব শেষ করে শুরু হয় স্টুডিওতে সাক্ষাৎকার। এক ভবঘুরের জীবন থেকে সেলিব্রিটি হওয়ার নানা কাহিনী একের পর এক জানালেন রানুদেবী। বলতে ভোলেননি তাঁর এই সেলিব্রিটি হওয়ার পিছনে যে যুবকের ভূমিকা সবথেকে বেশি তার নামও।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন