আগেই সারদার থেকে নেওয়া টাকা ফিরিয়ে দেবার কথা জানিয়েছিলেন সাংসদ শতাব্দী রায়। ফের এক ধাপ এগিয়ে তিনি এই টাকা ফেরতের প্রসঙ্গে বলেন, শান্তির জন্য সারদার টাকা ফেরত দেওয়ার ইচ্ছে রয়েছে। যদিও এই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি বলে জানালেন বীরভূমের তৃণমূলের সাংসদ শতাব্দী রায়।
আজ বীরভূমের নলহাটি এক অনুষ্ঠানে যোগ দেন সাংসদ শতাব্দী রায়।
সেখানেই সারদার টাকা ফেরত প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, "এটা নিয়ে কোনও গল্প লেখার কিছু নেই। কোনও ভয় নয়, চাপ নয়। আমার ইচ্ছেতে এই টাকা ফেরত দিতে চাই। এটা আমার সিদ্ধান্ত।"
এর পরে তিনি আরও বলেন, সারদার থেকে পাওয়া টাকা তাঁর পারিশ্রমিক। কিন্তু শান্তি কেনার জন্যই সেই টাকা ফেরত করতে চাই। শান্তি যদি টাকা দিয়ে কিনতে হয় কিনবেন। গতকালই সিজিও কমপ্লেক্সে শতাব্দী রায়কে টানা তিনঘণ্টা জেরা করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। যদিও সারদার টাকা ফেরত দেওয়া সংক্রান্ত কোনও কথা ইডি-র কর্তাদের সঙ্গে হয় নি। জানিয়েছেন তৃণমূলের এই সাংসদ।
আজ বীরভূমের নলহাটি এক অনুষ্ঠানে যোগ দেন সাংসদ শতাব্দী রায়।
এর পরে তিনি আরও বলেন, সারদার থেকে পাওয়া টাকা তাঁর পারিশ্রমিক। কিন্তু শান্তি কেনার জন্যই সেই টাকা ফেরত করতে চাই। শান্তি যদি টাকা দিয়ে কিনতে হয় কিনবেন। গতকালই সিজিও কমপ্লেক্সে শতাব্দী রায়কে টানা তিনঘণ্টা জেরা করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। যদিও সারদার টাকা ফেরত দেওয়া সংক্রান্ত কোনও কথা ইডি-র কর্তাদের সঙ্গে হয় নি। জানিয়েছেন তৃণমূলের এই সাংসদ।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন