সারদা কাণ্ডে ইডি ফের ডাকল তৃণমূলের দু-বারের সাংসদ শতাব্দী রায়কে। আজ অর্থাৎ বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ সল্টলেক সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে হাজিরা দেন তিনি। যদিও সারদার টাকা ফিরিয়ে দিতে চেয়ে ইতিমধ্যেই ইডিকে চিঠি দিয়েছেন এই সাংসদ। সেই সংক্রান্ত বিষয়েই ইডি দফতরে শতাব্দী রায় এসেছেন বলে এক সূত্রের দাবি।
যদিও সাংসদের এই হাজিরা প্রসঙ্গে ইডি সূত্রে জানা গিয়েছে, সারদা-কাণ্ডে বেশকিছু জানা বিষয় ও তথ্য তদন্তকারীদের হাতে এসেছে। আর তার সত্যতা জানতে গত কয়েকদিন আগেই শতাব্দী রায়কে তলব করে ইডি। যদিও নিজের ব্যস্ততার কথা জানিয়ে এই সাংসদ তদন্তকারীদের কাছ থেকে কিছুটা সময় চেয়ে নেন। কিন্তু আজ বৃহস্পতিবার জেরার মুখোমুখি হতেই ইডি দফতরে শতাব্দী উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা জানতে পারেন সারদার একটি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ সাংসদ শতাব্দী। ওই সংস্থার সঙ্গে সারদার আর্থিক লেনদেন হয়েছে বলে দাবি করে তদন্তকারীরা। এবার তদন্তকারী অফিসারেরা শতাব্দীর কাছে জানতে চায় কি কারণে আর্থিক লেনদেন হয়েছিল।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা জানতে পারেন সারদার একটি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ সাংসদ শতাব্দী। ওই সংস্থার সঙ্গে সারদার আর্থিক লেনদেন হয়েছে বলে দাবি করে তদন্তকারীরা। এবার তদন্তকারী অফিসারেরা শতাব্দীর কাছে জানতে চায় কি কারণে আর্থিক লেনদেন হয়েছিল।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন