রাজ্যে নিয়োগ দুর্নীতির মাঝে পুরসভায় ৯ হাজার শূন্য পদে কর্মী–নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। দ্রুত জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগের জন্য প্যানেল তৈরি হবে। বুধবার এ কথা জানান মেয়র-মন্ত্রী ফিরহাদ হাকিম।
শূন্য পদ পূরণ ও ১০০ দিনের কর্মীদের বেতন বৃদ্ধি–সহ একাধিক দাবি নিয়ে ডিওয়াইএফআই কলকাতা জেলা কমিটি কলকাতা পুরসভা অভিযান করে। মেয়র জানান, কমল বসু, প্রশান্ত চ্যাটার্জি, বিকাশ ভট্টাচার্যের আমলে কর্মী, আধিকারিক নিয়োগের প্রক্রিয়াই হয়নি। সুব্রত মুখার্জির আমলে কিছু নিয়োগ হয়। আবার শুরু হয়েছে। ইতিমধ্যেই সাব–অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব ওভারসিয়ার পদে নিয়োগ হয়েছে। খুব তাড়াতাড়ি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগের প্যানেল তৈরির কাজ চলছে। আরও নিয়োগ হবে। ডিওয়াইএফআই–এর জেলা সম্পাদক কলতান দাশগুপ্তর বক্তব্য ২৬,৩৭৫ শূন্য পদ পূরণের দাবি জানান।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন