রানাঘাট স্টেশনের রাণু এখন সবার কাছে বেশ পরিচিত নাম। প্ল্যাটফর্মে সুরেলা গান গেয়ে রাতারাতি স্টার হয়ে যান তিনি। এরপর থেকে রাণু কি করছেন, কি খাচ্ছেন সব কিছু খোঁজ রাখছেন মিডিয়া। রাণু এবার পা রাখলেন বলিউডে। গান গাইলেন বিখ্যাত সুরকার হিমেশ রেশমিয়ার জন্য।
গান রেকর্ড করে আজই কলকাতায় ফিরেছেন রাণু মণ্ডল। এয়ারপোর্টে এক মুখ হাসি নিয়ে দাঁড়িয়ে থাকা ছবি এখন ভাইরাল। খুব তাড়াতাড়ি রাণুকে দেখা যাবে জনপ্রিয় হিন্দি রিয়ালিটি শোয়েও। নাম সুপারস্টার সিঙ্গার। সেখানে বিচারকের ভূমিকায় থাকছেন হিমেশ রেশমিয়া। তিনিই জানিয়েছেন, প্রতিভার বিকাশ ঘটাতে হিন্দি ছবিতে তার সুরে রাণুকে গাইবার সুযোগ দিলেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন