আজ(মঙ্গলবার) সকাল থেকে সূর্যদেবের দেখা নেই। মুখ ভার করে আছে আকাশ। টিপটিপ করে পড়ছে বৃষ্টি। আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা বর্তমানে বিহারের ভাগলপুর হয়ে কলকাতা ছুঁয়ে বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এখন যথেষ্ট সক্রিয় রয়েছে এই অক্ষরেখা। এর মধ্যে ফের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। আর এই কারণেই মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে পশ্চিমের জেলাগুলি ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, বর্ধমান, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগণা ও কলকাতাতেও বৃষ্টি হবার সম্ভাবনা থাকছে।
Loading...
loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন