রাজ্যে নিয়োগ নিয়ে জটিলতা নতুন ঘটনা নয়। এই নিয়ে বিতর্ক চলে আসছে বছরের পর বছর ধরে। স্বচ্ছভাবে নিয়োগ সহ আরও কিছু দাবিদাওয়া সামনে রেখে এর আগেও বহু বার রাস্তায় নামতে দেখা গিয়েছে এই রাজ্যের পরীক্ষার্থীদের। যদিও সেই সব আন্দোলনকে খুব একটা পাত্তা দেয় নি রাজ্য সরকার।
চাকরির দাবিতে এসএসসি নন টিচিং গ্রুপ সি ও ডি ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীরা গতকাল নবান্ন অভিযান করেন। বেশকিছু দাবি আদায়ে হাওড়া স্টেশন থেকে ফরশোর রোড হয়ে নবান্ন-যাত্রা শুরু করেন প্রায় কয়েকশো চাকরি প্রার্থী।
তবে মিছিল এগোতেই তাঁদের বাধা দেয় পুলিশ। এর পরে দু-তরফে ঝামেলায় জড়িয়ে পড়ে। যদিও পরে পিছু হটতে হয় চাকরি-প্রার্থীদের। তাঁদের দাবি, "হয় চাকরি না হলে মৃত্যু। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, তিনি চাকরি না দিলে আমাদের মৃত্যু দিক।"
আন্দোলনকারীদের বক্তব্য, স্কুলে চাকরির জন্য তাঁরা দীর্ঘদিন আন্দোলন করছেন। ৭ হাজারের মতন সফল প্রার্থী ওয়েটিং লিস্টে দীর্ঘদিন নাম থাকার পরেও চাকরি পাচ্ছেন না। এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য বহু চেষ্টা করেছেন। কিন্তু তাতে কাজ কিছুই হয় নি। তাঁরা আরও জানান, রাজ্যের বিভিন্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং জুনিয়র হাইস্কুলে নন টিচিং স্টাফের পদ এখনও শূন্য রয়েছে, তা দ্রুত পূরণ করতে হবে। ওই দাবি আদায়ের জন্য এবার তাঁরা নবান্নে যাওয়ার সিদ্ধান্ত নেন। যদিও সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। ওই প্রতিবাদ মিছিলকে আটকে দেয় পুলিশ।
চাকরির দাবিতে এসএসসি নন টিচিং গ্রুপ সি ও ডি ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীরা গতকাল নবান্ন অভিযান করেন। বেশকিছু দাবি আদায়ে হাওড়া স্টেশন থেকে ফরশোর রোড হয়ে নবান্ন-যাত্রা শুরু করেন প্রায় কয়েকশো চাকরি প্রার্থী।
আন্দোলনকারীদের বক্তব্য, স্কুলে চাকরির জন্য তাঁরা দীর্ঘদিন আন্দোলন করছেন। ৭ হাজারের মতন সফল প্রার্থী ওয়েটিং লিস্টে দীর্ঘদিন নাম থাকার পরেও চাকরি পাচ্ছেন না। এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য বহু চেষ্টা করেছেন। কিন্তু তাতে কাজ কিছুই হয় নি। তাঁরা আরও জানান, রাজ্যের বিভিন্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং জুনিয়র হাইস্কুলে নন টিচিং স্টাফের পদ এখনও শূন্য রয়েছে, তা দ্রুত পূরণ করতে হবে। ওই দাবি আদায়ের জন্য এবার তাঁরা নবান্নে যাওয়ার সিদ্ধান্ত নেন। যদিও সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। ওই প্রতিবাদ মিছিলকে আটকে দেয় পুলিশ।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন