ফের শিক্ষক আন্দোলনের জেরে উত্তাল সল্টলেক। এর আগে এসএসকে এমএসকে ও প্রাথমিক শিক্ষকদের আন্দোলনে উত্তেজনা ছড়িয়েছিল। এবার সেই পথে হেঁটে কর্মশিক্ষা এবং শারীর শিক্ষা চাকরি প্রার্থীদের সঙ্গে বিধাননগর পুলিশের ধস্তাধস্তি। এই ঘটনায় আন্দোলনকারী বেশ কয়েকজন চাকরি প্রার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযোগ, বেশ কিছু মাস ধরে কোর্ট কেসের টালবাহানা করে শিক্ষকদের নিয়োগ ঝুলিয়ে রাখা হয়েছে।
এম প্যানেল ও রেকমেনডেড ক্যান্ডিডেটের দ্রুত কোর্ট কেস মিটিয়ে অবিলম্বে ৮০৩ জনকে নিয়োগ পত্র দিতে হবে। আন্দোলনকারীদের দাবি কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় মোট ১ হাজার ৬৯৩ জনের ভ্যাকান্সি ছিল। সেখানে ৮৯০ জন চাকরি পেয়েছে। বাকি ৮০৩ জনকে এখনও নিয়োগ করা হয়নি বলে অভিযোগ আন্দোলনকারীদের।
এই সব অভিযোগ নিয়ে সল্টলেক করুনাময়ী বাসস্ট্যান্ডের কাছে জমায়েত হন এবং সেখানে আন্দোলনকারীরা বসে পড়েন। খবর পেয়ে ছুটে আসে বিধাননগর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী। আর তখন পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি বাধে।
অভিযোগ, বেশ কিছু মাস ধরে কোর্ট কেসের টালবাহানা করে শিক্ষকদের নিয়োগ ঝুলিয়ে রাখা হয়েছে।
এই সব অভিযোগ নিয়ে সল্টলেক করুনাময়ী বাসস্ট্যান্ডের কাছে জমায়েত হন এবং সেখানে আন্দোলনকারীরা বসে পড়েন। খবর পেয়ে ছুটে আসে বিধাননগর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী। আর তখন পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি বাধে।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন