প্রসঙ্গত, এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এর চেয়ারম্যানের পদ থেকে অপসারিত হচ্ছেন বিখ্যাত টলিউড স্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কিন্তু কেন তাঁকে সরিয়ে দেওয়া হচ্ছে? রোজ-ভ্যালি দুর্নীতিতে নাম জড়িয়েছিল অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। এই রোজভ্যালি দুর্নীতি তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য এই অভিনেতাকে সমন পাঠায় ইডি। ওই সমন পাওয়ার পরেই তৃণমূল ঘনিষ্ঠ এই অভিনেতা গোপনে যোগাযোগ করেন মুকুল রায়ের সঙ্গে। এর পর বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে অনেকক্ষণ আলোচনা করেন। যদিও মুকুল বাবুর কথায় আশ্বস্ত হন প্রসেনজিৎ। আর এর পরেই ইডি অফিসে হাজির হন তিনি।
এই গোপন বৈঠকের কথা চাপা থাকে নি। তৃণমূল নেতৃত্বের কানে এই খবর পৌঁছে যায়। আর বিজেপি নেতার সঙ্গে এই বৈঠকের জেরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। এমনটাই মনে করেছে বিশেষজ্ঞরা।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন