এবার শিক্ষামন্ত্রীর সমালোচনার মুখে জেলার স্কুল পরিদর্শকরা। জেলার স্কুল পরিদর্শক বা ডিআই দের ভূমিকা নিয়ে সুর চড়ালেন খোদ শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব। অভিযোগ, অনেক সময়ই এলাকার স্কুলগুলিতে না গিয়ে, শিক্ষা দফতরে তাঁরা রিপোর্ট পাঠাচ্ছেন।
আর এর ফলে রাজ্য সরকারকে বিভিন্ন সময়ে ঝামেলায় পড়তে হচ্ছে বলে অভিযোগ করেন শিক্ষামন্ত্রী। শনিবার তপসিয়ার তৃণমূল ভবনে মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্যদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। তার পরেই তিনি বলেন, "এই ভাবে চলতে থাকলে আগামী দিনে আমাদের নতুন করে কিছু ভাবতে হবে।" দরকার হলে সংশ্লিষ্ট ডিআই-এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হতে পারে বলে ইঙ্গিত দেন তৃণমূলের মহাসচিব।
এর সঙ্গে শিক্ষকদের বদলি সংক্রান্ত কোনও ব্যাপারে শিক্ষক সমিতির হাতে দায়িত্ব দেওয়া হবে না বলেও সরাসরি জানিয়ে দিয়েছেন তিনি। পক্ষপাতিত্ব যাতে না হয় সেই দিকে লক্ষ্য রেখে অনলাইনে বা আবেদনের মাধ্যমে বদলিই চালু থাকবে বলে জানান তিনি। শিক্ষক সমিতিকে রাজ্যের স্কুলে স্কুলে দলের শক্তি বাড়ানোর পরামর্শ দিয়েছেন পার্থ-বাবু। তৃণমূল সূত্রের খবর, তৃণমূল থেকে দূরে থাকা শিক্ষকদের কোনও ভাবে হুমকি বা ভয় দেখানো যেন না হয়, সে দিকে নজর রাখর নির্দেশ দিয়েছেন তৃণমূলের মহাসচিব।
এর সঙ্গে শিক্ষকদের বদলি সংক্রান্ত কোনও ব্যাপারে শিক্ষক সমিতির হাতে দায়িত্ব দেওয়া হবে না বলেও সরাসরি জানিয়ে দিয়েছেন তিনি। পক্ষপাতিত্ব যাতে না হয় সেই দিকে লক্ষ্য রেখে অনলাইনে বা আবেদনের মাধ্যমে বদলিই চালু থাকবে বলে জানান তিনি। শিক্ষক সমিতিকে রাজ্যের স্কুলে স্কুলে দলের শক্তি বাড়ানোর পরামর্শ দিয়েছেন পার্থ-বাবু। তৃণমূল সূত্রের খবর, তৃণমূল থেকে দূরে থাকা শিক্ষকদের কোনও ভাবে হুমকি বা ভয় দেখানো যেন না হয়, সে দিকে নজর রাখর নির্দেশ দিয়েছেন তৃণমূলের মহাসচিব।
Loading...
loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন