চিটফান্ডের রমরমা রুখতে এবার নতুন আইন আনল মোদী সরকার। যে আইনের জেরে এবার চিটফান্ড সংক্রান্ত সমস্ত তদন্তই করবে সিবিআই। এর পাশাপাশি ছয় মাসের মধ্যে টাকা ফেরতের সম্ভাবনাও থাকছে ওই নতুন আইনে।
এই আইনের নাম আন রেগুলেটেড ডিপোজিট স্কিম আইন ২০১৯।
ওই আইন অনুসারে এবার একজন আধিকারিক বিষয়টির দায়িত্বে থাকবেন। অবশ্যই তাঁকে সচিব পর্যায়ের পদমর্যাদার কেউ হতে হবে। তিনি তদন্ত, পরিদর্শন, সমন পাঠাতে পারবেন। এর জন্য রাজ্য সরকারের অনুমতির দরকার হবে না। সিবিআই এক্ষেত্রে সরাসরি তদন্ত করতে পারবে। আধিকারিক নিজেও সিবিআই-এর তদন্তের নির্দেশ দিতে পারেন। আধিকারিক নিজে ৩০ থেকে ৬০ দিনের মধ্যে সম্পত্তি নিলাম করে বিক্রির ব্যবস্থা করতে পারবেন। চিটফান্ডের সব তথ্য সিবিআইকে জানাতে হবে। পাশাপাশি, আরেকটি সমতুল আদালত তৈরি করা যাবে। যেখানে জেলা দায়রা আদালতের সমতুল বিচারক থাকবেন।
আগে এই তদন্ত করতে গেলে কয়েক বছর লেগে যেত। এমনকি রাজ্য সরকারের উপর নির্ভর করতে হত। এবার সেই বাধা আর থাকল না।
ওই আইন অনুসারে এবার একজন আধিকারিক বিষয়টির দায়িত্বে থাকবেন। অবশ্যই তাঁকে সচিব পর্যায়ের পদমর্যাদার কেউ হতে হবে। তিনি তদন্ত, পরিদর্শন, সমন পাঠাতে পারবেন। এর জন্য রাজ্য সরকারের অনুমতির দরকার হবে না। সিবিআই এক্ষেত্রে সরাসরি তদন্ত করতে পারবে। আধিকারিক নিজেও সিবিআই-এর তদন্তের নির্দেশ দিতে পারেন। আধিকারিক নিজে ৩০ থেকে ৬০ দিনের মধ্যে সম্পত্তি নিলাম করে বিক্রির ব্যবস্থা করতে পারবেন। চিটফান্ডের সব তথ্য সিবিআইকে জানাতে হবে। পাশাপাশি, আরেকটি সমতুল আদালত তৈরি করা যাবে। যেখানে জেলা দায়রা আদালতের সমতুল বিচারক থাকবেন।
আগে এই তদন্ত করতে গেলে কয়েক বছর লেগে যেত। এমনকি রাজ্য সরকারের উপর নির্ভর করতে হত। এবার সেই বাধা আর থাকল না।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন