সোমবার রিলায়েন্সের ৪২তম বার্ষিক সাধারণ সভা ছিল। ওই সভা থেকে বড়সড় ঘোষণা করলেন সংস্থার কর্ণধার মুকেশ অম্বানি। কিছু মাস আগে পুলওয়ামার জঙ্গি হামলায় শহীদ হওয়া সেনা জওয়ানদের পরিবারের ভরণপোষণ আর তাঁদের সন্তানদের লেখাপড়ার যাবতীয় দায়িত্ব নেবে রিলায়েন্স।
ওই বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে মুকেশ অম্বানি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদনে সাড়া দিয়ে আমরা জম্মু, কাশ্মীর ও লাদাখের জনগণের সব রকম উন্নয়নমূলক কাজে সাহায্যের জন্য প্রতিশ্রুতি-বদ্ধ। আর তাই, এর জন্য পরবর্তী কয়েক মাসে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করে জম্মু, কাশ্মীর ও লাদাখের জন্য বেশ কয়েকটি উন্নয়নমূলক কর্মসূচি নেওয়া হয়েছে। এর পাশাপাশি রিলায়েন্স কর্ণধার বলেন, "পুলওয়ামার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে, তাঁদের পরিবারের ভরণপোষণ আর তাঁদের সন্তানদের লেখাপড়ার যাবতীয় দায়িত্ব নেবে রিলায়েন্স।"
Loading...
loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন