গোটা রাজ্য জুড়ে 'দিদিকে বলো' কর্মসূচি পালন করছেন তৃণমূলের বিধায়করা। ওই কর্মসূচির অংশ হিসাবে গতকাল হাওড়া স্টেশনে 'দিদিকে বলো' কর্মসূচি পালন করলেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা।
লক্ষ্মীরতন হাওড়া স্টেশনে বিভিন্ন লোকাল ট্রেনে উঠে সাধারণ মানুষের সঙ্গে বিভিন্ন বিষ্য নিয়ে কথা বলেন। তাদের অভাব অভিযোগের কথা শোনেন। সাধারণ মানুষের কাছে তিনি 'দিদিকে বলো' কর্মসূচির জন্য মোবাইল নম্বর সম্বলিত ভিজিটিং কার্ড বিলি করেন। এর পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাদার টেরিজার মতো। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জন্মেছেন মানুষের সেবা করার জন্য। ওনাকে গোটা রাজ্যের মানুষ ভালোবাসেন।' এর পরে তিনি আরও বলেন, 'দিদি সব জায়গাতে ছিলেন, এখনও আছে এবং সব জায়গাতে থাকবেন। কারও কোনও সমস্যা হলে সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাবেন। উনি সবার সাহায্যের জন্য আছেন। সবার সেই ভালবাসা আছে তাঁর প্রতি।'
Loading...
loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন