ভারতীয় কোস্ট গার্ডে ট্রেনিং দিয়ে কিছু নাবিক নিয়োগ করা হবে। এই পদে কেবলমাত্র পুরুষরাই আবেদনের যোগ্য।
শিক্ষাগত যোগ্যতা: কমকরে ৫০ শতাংশ নম্বর সহ ম্যাথামেটিস্ক ও ফিজিক্স নিয়ে উচ্চমাধ্যমিক বা তার সমতুল পাশ। তপশিলি প্রার্থীরা এবং জাতীয় স্তরের প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী প্লেয়াররা নম্বরের ক্ষেত্রে ৫ শতাংশ ছাড় পাবেন।
বয়স হতে হবে ১৮ থেকে ২২ বছরের মধ্যে। বয়সের ক্ষত্রে তপশিলি ও ওবিসিরা সরকারি হিসাব মতন বয়সের ছাড় পাবেন। দৈহিক মাপজোকের ক্ষেত্রে প্রার্থীর উচ্চতা হতে হবে ১৫৭ সেমি। বুকের ছাতি ৫ সেন্টিমিটার পর্যন্ত ফোলানোর ক্ষমতা থাকতে হবে। চোখের দৃষ্টি ভাল চোখে ৬/৬ ও ৬/৯ খারাপ চোখে।
বেতন: বেসিক পে ২১৭০০ টাকা এবং সঙ্গে অন্যান্য ভাতা থাকছে। আবেদন করবেন www.joinindiancoastguard.gov.in
আবেদন করতে পারবেন ২৬ আগস্ট থেকে ১ লা সেপ্টেম্বর ২০১৯ বিকাল ৫ টা পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা: কমকরে ৫০ শতাংশ নম্বর সহ ম্যাথামেটিস্ক ও ফিজিক্স নিয়ে উচ্চমাধ্যমিক বা তার সমতুল পাশ। তপশিলি প্রার্থীরা এবং জাতীয় স্তরের প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী প্লেয়াররা নম্বরের ক্ষেত্রে ৫ শতাংশ ছাড় পাবেন।
বেতন: বেসিক পে ২১৭০০ টাকা এবং সঙ্গে অন্যান্য ভাতা থাকছে। আবেদন করবেন www.joinindiancoastguard.gov.in
আবেদন করতে পারবেন ২৬ আগস্ট থেকে ১ লা সেপ্টেম্বর ২০১৯ বিকাল ৫ টা পর্যন্ত।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন