কাশ্মীর এখন ভারত ও পাকিস্তান দুই দেশের কাছে সবথেকে বড় ইস্যু। এবার এই কাশ্মীর নিয়ে মন্তব্য করলেন ইমাম মহম্মদ তৌহিদি। তিনি বলেন, কাশ্মীর কখনই পাকিস্তানের অংশ ছিল না, ভবিষ্যতে হবেও না। পাকিস্তান ও কাশ্মীর দু-টোই ভারতের অংশ। কাশ্মীর প্রসঙ্গে ভারতের পাশে দাঁড়িয়ে মুখ খুললেন অস্ট্রেলিয়া-বাসী ইরানের বংশোদ্ভূত ইমাম মহম্মদ তৌহিদি। তিনি টুইট করে বলেন, ধর্মান্তরিত হয়ে যারা মুসলিম বলে দাবি করছেন তাঁরা অস্বীকার করতে পারবেন না যে পুরো এলাকাই এক সময় হিন্দু ভূমি ছিল। ইসলামের আবির্ভাবের আগে ভারত ছিল।
ভারত ইসলামের চেয়েও অনেক পুরোনো।
শান্তির ইমাম বলে পরিচিত মহম্মদ তৌহিদি এর পাশাপাশি টুইট করে আক্রমণ করেন রাহুল ও সোনিয়া গান্ধীকে। তিনি লেখেন, "রাহুল গান্ধী এক জন জঘন্য রাজনীতিবিদ। শুধুমাত্র মোদীর বিরোধিতা করার জন্য শত্রুদের সঙ্গে হাত মেলাতেও পিছপা হন না। সোনিয়া খুব একটা ভাল নয়। আমাদের ভুললে চলবে না গাজার চরমপন্থীদের সঙ্গে তাঁর সম্পর্কের কথা। ওরা সবসময় নিজেদের আখের গোছাতে ব্যস্ত। পরে সংবাদমাধ্যমের সামনে কান্নার অভিনয় করেন ওরা।"
শান্তির ইমাম বলে পরিচিত মহম্মদ তৌহিদি এর পাশাপাশি টুইট করে আক্রমণ করেন রাহুল ও সোনিয়া গান্ধীকে। তিনি লেখেন, "রাহুল গান্ধী এক জন জঘন্য রাজনীতিবিদ। শুধুমাত্র মোদীর বিরোধিতা করার জন্য শত্রুদের সঙ্গে হাত মেলাতেও পিছপা হন না। সোনিয়া খুব একটা ভাল নয়। আমাদের ভুললে চলবে না গাজার চরমপন্থীদের সঙ্গে তাঁর সম্পর্কের কথা। ওরা সবসময় নিজেদের আখের গোছাতে ব্যস্ত। পরে সংবাদমাধ্যমের সামনে কান্নার অভিনয় করেন ওরা।"
Loading...
loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন