ভারী বৃষ্টির খবর শোনাল হাওয়া অফিস। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে এই বৃষ্টি হবার সম্ভাবনা। এর জেরে উপকূলের জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় বাঁকুড়া, পুরুলিয়া-সহ পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।
সোমবার এর জেরে মেঘলা আকাশ হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা কম। দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির হতে পারে। বেশ কয়েকটি জায়গায় বজ্র-বিদ্যুৎ সহ এই বৃষ্টিপাত হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে মনে করছেন আবহাওয়া দফতর। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগণা, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। এর সাথে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
Loading...
loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন