এবারের লোকসভা নির্বাচনে বড় রকমের ধাক্কা খেয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। হারতে হয়েছে বহু কেন্দ্রে। বঙ্গের মাটিতে ফুটেছে পদ্ম। হারের কারণ খুঁজতে গিয়ে বার বার উঠে এসেছে শিক্ষক অসন্তোষ এবং নিয়োগ নিয়ে সরকারের উদাসীনতা। সামনের বিধানসভা নির্বাচন যে খুব একটা সহজ হবে না তা বুঝে-গিয়েছেন শাসক দলের নেতারা।
যদিও নির্বাচনের ফল ঘোষণার কিছুদিন পর থেকে সরকারি কর্মচারীদের জন্য এবং রাজ্যের হবু শিক্ষকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।
এবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে কমকরে ১০ হাজার শিক্ষক-অধ্যাপকদের নিয়ে সভা করতে চলেছে তৃণমূল কংগ্রেস। এই জমায়েতের দায়িত্বে থাকছে শাসক দলের শিক্ষক সংগঠন।
ওই দিন রাজ্যের শিক্ষকদের কাছে টানতে বেশকিছু ঘোষণা করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রতিবছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজির থাকেন শিক্ষক দিবসের অনুষ্ঠানে। সম্ভবত এবছরও তার ব্যতিক্রম হবেনা।
শিক্ষকদের একটা বড় অংশ মনে করছে ওই দিন শিক্ষকদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে আলোচনা করার পাশাপাশি শিক্ষকদের সমস্যা মেটাতে কিছু পদক্ষেপ নিতে পারেন মুখ্যমন্ত্রী। এখন দেখার ওই দিনের সভা থেকে কি বার্তা দেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই দিকে তাকিয়ে রাজ্যের শিক্ষকদের একটা বড় অংশ।
যদিও নির্বাচনের ফল ঘোষণার কিছুদিন পর থেকে সরকারি কর্মচারীদের জন্য এবং রাজ্যের হবু শিক্ষকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।
এবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে কমকরে ১০ হাজার শিক্ষক-অধ্যাপকদের নিয়ে সভা করতে চলেছে তৃণমূল কংগ্রেস। এই জমায়েতের দায়িত্বে থাকছে শাসক দলের শিক্ষক সংগঠন।
শিক্ষকদের একটা বড় অংশ মনে করছে ওই দিন শিক্ষকদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে আলোচনা করার পাশাপাশি শিক্ষকদের সমস্যা মেটাতে কিছু পদক্ষেপ নিতে পারেন মুখ্যমন্ত্রী। এখন দেখার ওই দিনের সভা থেকে কি বার্তা দেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই দিকে তাকিয়ে রাজ্যের শিক্ষকদের একটা বড় অংশ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন