প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে পি চিদম্বরম গ্রেফতারের পর বৃহস্পতিবার ভোররাত থেকেই কার্যত জেরা শুরু করে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এখনও চলছে জেরা। জেরায় চিদম্বরমের কাছে সিবিআই জানতে চাইল, ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছিল।
ইন্দ্রাণী ছিলেন আইএনএক্স মিডিয়া গ্রুপের কর্ণধার। অপরদিকে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সিবিআই-কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের করছে কেন্দ্রের সরকার, এই অভিযোগে যন্তরমন্তরে ধর্নায় যোগ দিলেন পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরম।
জেরার মাঝেই ব্রেকফাস্ট সেরেছেন পি চিদম্বরম। ইতিমধ্যে দিল্লিতে সিবিআই সদর দফতরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। সিবিআই-এর গেস্টহাউসের নীচের ঘরে জেরা চলছে। আজ দুপুরে চিদম্বরমকে আদালতে পেশ করবে সিবিআই।
ছেলে কার্তি চিদম্বরম বললেন, "বাবাকে গ্রেফতার সম্পূর্ণ ভাবে রাজনৈতিক করণে করা হয়েছে। আসলে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচক আমার বাবা। তাঁর মুখ বন্ধ করতেই বিজেপি সরকার সিবিআই-কে এইভাবে ব্যবহার করছে।"
জেরার মাঝেই ব্রেকফাস্ট সেরেছেন পি চিদম্বরম। ইতিমধ্যে দিল্লিতে সিবিআই সদর দফতরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। সিবিআই-এর গেস্টহাউসের নীচের ঘরে জেরা চলছে। আজ দুপুরে চিদম্বরমকে আদালতে পেশ করবে সিবিআই।
ছেলে কার্তি চিদম্বরম বললেন, "বাবাকে গ্রেফতার সম্পূর্ণ ভাবে রাজনৈতিক করণে করা হয়েছে। আসলে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচক আমার বাবা। তাঁর মুখ বন্ধ করতেই বিজেপি সরকার সিবিআই-কে এইভাবে ব্যবহার করছে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন