আই এন এক্স দুর্নীতি মামলায় চলতি মাসের ২৬ তারিখ পর্যন্ত সিবিআই-এর হেফাজতে থাকবেন চিদম্বরম। আদালতে সিবিআইয়ের আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতা চিদম্বরমের বিরুদ্ধে তদন্তে অসহযোগীতার অভিযোগ আনেন।
এই মর্মে তাঁকে ৫ দিনের সিবিআই হেফাজতের আর্জি জানিয়েছিলেন তিনি। আদালতে চিদম্বরমের হয়ে সওয়াল করেন অভিষেক মনু সিংভি ও কপিল সিবল। সিবল জানিয়েছেন অর্থমন্ত্রী হিসেবে আইএনএক্সে লগ্নীকরণে সম্মতি দেননি চিদম্বরম ও এই মামলায় ফরেন ইনভেস্টমেন্ট প্রোমোশন বোর্ডের কাউকেও গ্রেফতার বা জেরা করা হয়নি এখনও পর্যন্ত।
শুনানি শেষের আগে পাল্টা চিদম্বরম জানিয়েছিলেন ৫০ লক্ষ টাকা নিয়ে কোনও প্রশ্ন করেনি তদন্তকারী সংস্থা। বিদেশেও তাঁর কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই বলে জানিয়েছিলেন চিদম্বরম। সিঙ্গাপুরের ব্যাঙ্কে ছেলে কার্তির ব্যাঙ্ক অবৈধ হওয়ার অভিযোগে পাবার পর রিজার্ভ ব্যাঙ্কের অনুমতি নিয়ে কার্তির অ্যাকাউন্ট খোলা হয়েছিল। নিউজ চ্যানেলে নিয়ম বহির্ভূত ভাবে বিদেশি লগ্নি আসে বলে অভিযোগ ওঠে। তখনকার অর্থমন্ত্রী পি চিদম্বরম প্রভাব খাটিয়ে সেই সুযোগ করে দেন বলে অভিযোগ ওঠে। চেস ম্যানেজমেন্ট সংস্থার ডিরেক্টর কার্তি ঘুরপথে বিদেশি লগ্নি আনেন বলে অভিযোগ করেন অনেকে। আর এই নিয়ে শুরু হয় এই বিতর্ক।
শুনানি শেষের আগে পাল্টা চিদম্বরম জানিয়েছিলেন ৫০ লক্ষ টাকা নিয়ে কোনও প্রশ্ন করেনি তদন্তকারী সংস্থা। বিদেশেও তাঁর কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই বলে জানিয়েছিলেন চিদম্বরম। সিঙ্গাপুরের ব্যাঙ্কে ছেলে কার্তির ব্যাঙ্ক অবৈধ হওয়ার অভিযোগে পাবার পর রিজার্ভ ব্যাঙ্কের অনুমতি নিয়ে কার্তির অ্যাকাউন্ট খোলা হয়েছিল। নিউজ চ্যানেলে নিয়ম বহির্ভূত ভাবে বিদেশি লগ্নি আসে বলে অভিযোগ ওঠে। তখনকার অর্থমন্ত্রী পি চিদম্বরম প্রভাব খাটিয়ে সেই সুযোগ করে দেন বলে অভিযোগ ওঠে। চেস ম্যানেজমেন্ট সংস্থার ডিরেক্টর কার্তি ঘুরপথে বিদেশি লগ্নি আনেন বলে অভিযোগ করেন অনেকে। আর এই নিয়ে শুরু হয় এই বিতর্ক।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন