এবার গুরুতর অভিযোগ উঠল চিদম্বরমের পরিবারের বিরুদ্ধে। বিতর্কিত ইসলামিক ধর্মগুরু জাকির নায়েকের সংস্থাকে আর্থিক সহযোগিতা করেছিল চিদম্বরম পরিবার। দেশের প্রাক্তন অর্থমন্ত্রীর বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ আনলেন মুম্বইয়ে চিটফান্ডের প্রতারিতরা।
ওই চিটফান্ড সংস্থা ফিনান্সিয়াল ফ্রড ভিক্টিম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মুম্বইয়ে সাংবাদিক বৈঠকে দাবি করেছে, একসময় চিদম্বরমের স্ত্রী নলিনি চিদম্বরম কিউনেট নামে একটি চিটফান্ড কোম্পানিকে সমর্থন করার পাশাপাশি প্রচারও করেছেন।
ওইসব প্রতারিতদের অভিযোগ, বাড়তি সুদের লোভ দেখিয়ে টাকা সংগ্রহ করেছে ওই চিটফান্ড সংস্থা। আর সেই টাকার একটা বড় অংশ পাঠানো হয়েছে জাকির নায়েকের সংস্থায়। ২০ হাজার কোটি টাকার অর্থ তছরূপ করেছে কিউনেট। এমন অভিযোগ করা হয়েছে আর্থিক অপরাধ দফতরের রিপোর্টে। কিন্তু সংস্থার প্রোমাটারদের বিরুদ্ধে কোনও তদন্ত হয়নি। কারণ, ওই সংস্থার সঙ্গে ইউপিএ সরকারের মন্ত্রী ও আত্মীয়দের প্রত্যক্ষ যোগ ছিল।
ওই চিটফান্ড সংস্থাগুলি প্রায় ২০ লক্ষ মানুষকে পথে বসিয়েছে। প্রতারিতরা জানান, অতিসম্প্রতি ওই সব কোম্পানি বন্ধের নির্দেশ দিয়েছে অর্থমন্ত্রক। শীঘ্রই সম্পত্তি বিক্রি করে প্রতারিতদের অর্থ ফেরত দেওয়া হবে বলে সরকারের তরফে প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
ওইসব প্রতারিতদের অভিযোগ, বাড়তি সুদের লোভ দেখিয়ে টাকা সংগ্রহ করেছে ওই চিটফান্ড সংস্থা। আর সেই টাকার একটা বড় অংশ পাঠানো হয়েছে জাকির নায়েকের সংস্থায়। ২০ হাজার কোটি টাকার অর্থ তছরূপ করেছে কিউনেট। এমন অভিযোগ করা হয়েছে আর্থিক অপরাধ দফতরের রিপোর্টে। কিন্তু সংস্থার প্রোমাটারদের বিরুদ্ধে কোনও তদন্ত হয়নি। কারণ, ওই সংস্থার সঙ্গে ইউপিএ সরকারের মন্ত্রী ও আত্মীয়দের প্রত্যক্ষ যোগ ছিল।
ওই চিটফান্ড সংস্থাগুলি প্রায় ২০ লক্ষ মানুষকে পথে বসিয়েছে। প্রতারিতরা জানান, অতিসম্প্রতি ওই সব কোম্পানি বন্ধের নির্দেশ দিয়েছে অর্থমন্ত্রক। শীঘ্রই সম্পত্তি বিক্রি করে প্রতারিতদের অর্থ ফেরত দেওয়া হবে বলে সরকারের তরফে প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন