লোকসভা নির্বাচনের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির ঘটনা ঘটেই চলেছে। শাসক-বিরোধী উভয় দলের সমর্থকদের আক্রান্ত হবার খবর পাওয়া গিয়েছে। এবার বিজেপি তৃণমূল সংঘর্ষের ফের উত্তপ্ত শীতলকুচি। এই ঘটনায় জখম দুই পক্ষের ১২ জন।
ঘটনাটি ঘটেছে শীতলকুচির গোলেনাহাটি এলাকায়। এই ঘটনায় পুলিশ ১০ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার শীতলকুচির গোলেনাহাটি এলাকার স্কুল-মাঠে তৃণমূলের সভা ছিল। অভিযোগ, ওই সভায় যোগ দিতে আসা তৃণমূল কর্মী-সমর্থকদের উপর হামলা করে বিজেপি সমর্থকরা। এই হামলায় জখম হন চারজন। যদিও বিজেপির অভিযোগ, সদস্যপদ সংগ্রহ অভিযান চলাকালীন তৃণমূল কর্মীরা তাদের উপর হামলা করে। তৃণমূল কর্মীদের হামলার জেরে ৬ জন বিজেপি কর্মী আহত হয়েছেন। অভিযোগ, বেশ কয়েকটি বাইকও ভাঙচুর করে রাজ্যের শাসক দলের সমর্থকরা। দুই রাজনৈতিক দলের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। আহত হয় উভয়পক্ষের বেশ কয়েকজন। এর পর পুলিশ ১১ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করে। আহতদের স্থানীয় হসপিটালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার শীতলকুচির গোলেনাহাটি এলাকার স্কুল-মাঠে তৃণমূলের সভা ছিল। অভিযোগ, ওই সভায় যোগ দিতে আসা তৃণমূল কর্মী-সমর্থকদের উপর হামলা করে বিজেপি সমর্থকরা। এই হামলায় জখম হন চারজন। যদিও বিজেপির অভিযোগ, সদস্যপদ সংগ্রহ অভিযান চলাকালীন তৃণমূল কর্মীরা তাদের উপর হামলা করে। তৃণমূল কর্মীদের হামলার জেরে ৬ জন বিজেপি কর্মী আহত হয়েছেন। অভিযোগ, বেশ কয়েকটি বাইকও ভাঙচুর করে রাজ্যের শাসক দলের সমর্থকরা। দুই রাজনৈতিক দলের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। আহত হয় উভয়পক্ষের বেশ কয়েকজন। এর পর পুলিশ ১১ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করে। আহতদের স্থানীয় হসপিটালে ভর্তি করা হয়েছে।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন