একসময় তৃণমূল নেত্রীকে 'মা' বলে সম্বোধন করতেন তিনি। কিন্তু সময় যতো গড়িয়েছে সেই সম্পর্ক ততোই তিক্ত হয়েছে। এর পর ভারতী ঘোষ সরাসরি নাম লেখান বিজেপিতে। যদিও বিজেপিতে নাম লেখানোর পর থেকে বহু বার তৃণমূল ও তৃণমূল নেত্রীকে আক্রমণ করেছেন ভারতী ঘোষ। আর এবার তিনি আরও বড় অভিযোগ করলেন। আর এই অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে বড় বিপদে পড়বে তৃণমূল। এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা।
২০১১ থেকে ২০১৯-এই আট বছরেই নাকি কাটমানির পাহাড় জমিয়েছে তৃণমূল। রাজ্যের শাসকদল হয়েই যে কাটমানি তুলেছে, তার চাঞ্চল্যকর রিপোর্ট পেশ করলেন প্রাক্তন এই পুলিশ অফিসার ভারতী ঘোষ। একেবারে অঙ্ক কষে তিনি ২৫ হাজার কোটি টাকার কাটমানির হিসেব দিলেন অমিত শাহকে।
জানা গিয়েছে, বিজেপির চিন্তন বৈঠকে কাটমানি সংক্রান্ত এই গোপন রিপোর্ট পেশ করেছেন ভারতী। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অধ্যাপককে দিয়ে তিনি রিপোর্ট তৈরি করেছেন। ইতিমধ্যেই তা নরেন্দ্র মোদী ও অমিত শাহের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন। আর এই রিপোর্টের সত্যতা যাচাই করতেও শুরু করে দিয়েছে বিজেপি। রাজনৈতিক মহলের একটা বড় অংশ মনে করছে এই রিপোর্ট যদি সত্যি প্রমাণিত হয় তাহলে আরও বড় বিপদে পড়তে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
জানা গিয়েছে, বিজেপির চিন্তন বৈঠকে কাটমানি সংক্রান্ত এই গোপন রিপোর্ট পেশ করেছেন ভারতী। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অধ্যাপককে দিয়ে তিনি রিপোর্ট তৈরি করেছেন। ইতিমধ্যেই তা নরেন্দ্র মোদী ও অমিত শাহের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন। আর এই রিপোর্টের সত্যতা যাচাই করতেও শুরু করে দিয়েছে বিজেপি। রাজনৈতিক মহলের একটা বড় অংশ মনে করছে এই রিপোর্ট যদি সত্যি প্রমাণিত হয় তাহলে আরও বড় বিপদে পড়তে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
Loading...
loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন