নিজের সিদ্ধান্তে অনড় থাকলেন বৈশাখি বন্দ্যোপাধ্যায়। আজ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি গিয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। যদিও তা গ্রহণ করেননি শিক্ষামন্ত্রী।
আজ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করছেন অধ্যক্ষা তথা শোভন চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। শিক্ষামন্ত্রী ও বৈশাখীর বৈঠকে কোনও রফা-সূত্র বেরোয় কিনা সেদিকেই নজর ছিল গোটা রাজ্যের।
প্রসঙ্গত, দু-দিন আগে শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে মিল্লি আল আমিন কলেজের অধ্যক্ষার পদ থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, কলেজের শিক্ষিকা শাবিনা ওমর তাঁর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় এক বিতর্কিত পোস্ট করেছেন। ওই বিতর্কিত পোস্ট পার্থ চট্টোপাধ্যায়ের মদতেই হচ্ছে। এই অসম লড়াই তিনি আর লড়তে পারছেন না। অভিযোগগুলি করার পরই হাউ হাউ করে কেঁদে ফেলেছিলেন শোভন চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
আজ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করছেন অধ্যক্ষা তথা শোভন চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। শিক্ষামন্ত্রী ও বৈশাখীর বৈঠকে কোনও রফা-সূত্র বেরোয় কিনা সেদিকেই নজর ছিল গোটা রাজ্যের।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন