এবারের লোকসভা নির্বাচনের ফলাফলে বঙ্গে বিজেপির উত্থানের চিত্র স্পষ্ট। আর সামনের বিধানসভা নির্বাচন যে খুব একটা সহজ হবে না তা বুঝে গিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিজেপিকে আটকাতে ধর্মীয় তাস খেলল তৃণমূল।
এবার রাজ্যের সব হিন্দু পুরোহিতকে ভাতা দেওয়ার উদ্যোগ নিলেন তারা। শুক্রবার রানি রাসমনি রোডে পুরোহিতদের একটি সভায় মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেছেন। তিনি বলেন, " আপনাদের ভাতা আমরা লড়াই করে আনবো। আপনাদের মাথার উপর ছাদের ব্যবস্থা করব আমরা।"
এর পর বিজেপির নাম না করে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, "ওরা শুধু রাজনীতি করে শ্রীরামকে এজেন্ট করে ফেলেছে। ওদেরকে আমরা ধিক্কার জানাই। ব্রাহ্মণরা আগামী দিনে পথ দেখাবেন। কেউ কেউ আমাদের ছিবড়ের মতো ব্যবহার করে ফেলে দিয়েছে।"
যদিও নির্বাচনের আগে অনুব্রত মণ্ডলের গড়ে পুরোহিত সম্মেলনের আয়োজন করেছিল তৃণমূল। কিন্তু খাস কলকাতার বুকে পুরোহিত সম্মেলন এই প্রথম। যদিও এই সম্মেলন খুবি তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞরা।
এর পর বিজেপির নাম না করে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, "ওরা শুধু রাজনীতি করে শ্রীরামকে এজেন্ট করে ফেলেছে। ওদেরকে আমরা ধিক্কার জানাই। ব্রাহ্মণরা আগামী দিনে পথ দেখাবেন। কেউ কেউ আমাদের ছিবড়ের মতো ব্যবহার করে ফেলে দিয়েছে।"
যদিও নির্বাচনের আগে অনুব্রত মণ্ডলের গড়ে পুরোহিত সম্মেলনের আয়োজন করেছিল তৃণমূল। কিন্তু খাস কলকাতার বুকে পুরোহিত সম্মেলন এই প্রথম। যদিও এই সম্মেলন খুবি তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞরা।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন