উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের নাম এখন সবার জানা। পুলওয়ামা হামলার পর ভারত-পাক সংঘর্ষের সময় পাকিস্তানি এফ-১৬ ফাইটার প্লেনকে গুলি করে নামিয়েছিলেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। পাকিস্তানি ফাইটার প্লেনকে তাড়া করতে গিয়ে পাক-সেনার হাতে বন্দী হয়েও দমে না গিয়ে অসম সাহসের পরিচয় দিয়েছিলেন উইং কমান্ডার। এক সূত্রের দাবি, ভারতীয় সামরিক বাহিনীর তৃতীয় সর্বোচ্চ বীরচক্র সম্মানে ভূষিত হতে পারেন অভিনন্দন।
বর্তমান ছাড়াও মিরাজ-২০০০ ফাইটার জেটের অন্য পাঁচ জওয়ানকেও বিশেষ সম্মান প্রদান করবে দেশ। ১৪ অগাস্ট এই তালিকা মঞ্জুর করবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এরপর ১৫ অগাস্ট তাঁদের বিশেষ সম্মান প্রদান করা হবে।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন