আপার প্রাইমারিতে নিয়োগ নিয়ে বহু সমস্যা আছে। সেই সব সমস্যার সমাধান হলেই তবে আপার প্রাইমারিতে নিয়োগ সম্ভব। এবার আপার প্রাইমারির আরও দু-হাজার চাকরি প্রার্থীকে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকতে হবে কমিশনকে। এমন এক নির্দেশ জারি করে কলকাতা হাইকোর্ট। মোট চূড়ান্ত শূন্যপদ ঘোষণা না করেই কেন শুরু হয়েছিল ইন্টারভিউ প্রক্রিয়া! এছাড়াও কমিশনের কাছে ১৯ জুলাই নিয়োগ নিয়ে আরও কিছু বিষয়ের ব্যাখ্যা চেয়েছিল হাইকোর্ট। ২৯ জুলাইয়ের মধ্যে এসএসসি-কে এ বিষয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি মৌসুমি ভট্টাচার্য।
তবে, নির্দিষ্ট সময়ের মধ্যে হলফনামা জমা দেয়নি কমিশন। গতকাল বিকেলে জমা দেওয়া হয় হলফনামা। এরপর এই মামলাটির শুনানি ছিল শুক্রবার। আরও দু-হাজার চাকরি প্রার্থীকে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকার নির্দেশ দেন বিচারপতি। এ নিয়ে চাকরি প্রার্থীদের আইনজীবী জানান, " ১৯ জুলাইয়ের নির্দেশে একটা বিষয় ছিল না, সেটাই আজকের নির্দেশে পরিষ্কার করে জানালেন বিচারপতি। দেবনাথ মণ্ডল, প্রিয়াঙ্কা চ্যাটার্জি, অনুপ রায়, সুব্রত মহাপাত্র সহ দু-হাজারের বেশি চাকরি প্রার্থীকে আবার ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকার নির্দেশ দেন বিচারপতি।"
জুলাই মাসের ১৫ তারিখে আপার প্রাইমারির প্রথম দফার ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়েছে। তবে হাইকোর্টের নির্দেশ ছাড়া ইন্টারভিউয়ের চূড়ান্ত ফলাফল প্রকাশকরা যাবে না। ফলে আপার প্রাইমারির নিয়োগ সংক্রান্ত বিষয়টি এই মামলার রায়ের উপর ঝুলে থাকল।
জুলাই মাসের ১৫ তারিখে আপার প্রাইমারির প্রথম দফার ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়েছে। তবে হাইকোর্টের নির্দেশ ছাড়া ইন্টারভিউয়ের চূড়ান্ত ফলাফল প্রকাশকরা যাবে না। ফলে আপার প্রাইমারির নিয়োগ সংক্রান্ত বিষয়টি এই মামলার রায়ের উপর ঝুলে থাকল।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন