বিতর্কিত তিন তালাক বিল লোকসভায় আগেই পাশ হয়ে যায়। রাজ্যসভায় আটকে যাচ্ছিল এই বিল। সংসদের উচ্চকক্ষে সংখ্যালঘু বিজেপি। কিন্তু কৌশলেই বিরোধী ঐক্যে ফাটল ধরিয়ে নিজেদের লক্ষ্যে পৌঁছে যায় সরকার। জেডিইউ, টিআরএস ও এআইডিএমকে অধিবেশন-কক্ষ থেকে ওয়াকআউট করে। এরপর ভোটাভুটিতে বিলের পক্ষে ভোট পড়ে ৯৯টি। বিপক্ষে ভোট দিয়েছেন ৮৪ জন সাংসদ। যদিও অনেকে এই বিলকে সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি করে।
এই নিয়ে ভোটাভুটি হয়। সেখানে খারিজ হয়ে যায় তাদের প্রস্তাব। ১০০জন সাংসদ প্রস্তাবের বিরোধিতায় ভোট দেন। পক্ষে ভোট পড়ে ৮৪ জনের। তখনই রাজ্যসভায় বিজেপির জয় কার্যত নিশ্চিত হয়ে যায়।
এই বিলের বিরোধিতায় রাজ্যসভা থেকে ওয়াকআউট করে এআইডিএমকে ও জেডিইে। দুই দলই বিজেপির শরিক। শরিকদ্বয় ভোটদানে বিরত থাকায় লাভবান হয় সরকারপক্ষ। এরপর ওয়াকআউট করে টিআরএস। রাজ্যসভায় গরহাজির ছিলেন এনসিপি-র শরদ পাওয়ার ও প্রফুল পটেল। এর ফলে সহজে বিরোধী শিবিরে ভাঙন ধরিয়েছে বিজেপি।
এই বিলের বিরোধিতায় রাজ্যসভা থেকে ওয়াকআউট করে এআইডিএমকে ও জেডিইে। দুই দলই বিজেপির শরিক। শরিকদ্বয় ভোটদানে বিরত থাকায় লাভবান হয় সরকারপক্ষ। এরপর ওয়াকআউট করে টিআরএস। রাজ্যসভায় গরহাজির ছিলেন এনসিপি-র শরদ পাওয়ার ও প্রফুল পটেল। এর ফলে সহজে বিরোধী শিবিরে ভাঙন ধরিয়েছে বিজেপি।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন