আন্দোলনে সামিল হওয়া প্রাথমিক শিক্ষকদের মঞ্চে এবার বিজেপি নেতা মুকুল রায়। আজ সল্টলেকে অনশনরত প্রাথমিক শিক্ষকদের সমাবেশে উপস্থিত হন মুকুল রায়। তাঁদের সঙ্গে কথা বলেনে তিনি। এর পর প্রাথমিক শিক্ষকদের দাবিদাওয়া নিয়ে দিল্লিতে দরবার করার কথা জানান মুকুল রায়।
এই বিষয়ে মুকুল রায় জানিয়েছেন, মঙ্গলবার দিল্লিতে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের সঙ্গে কথা বলবেন তিনি। শিক্ষকদের দাবিদাওয়া নিয়ে তিনি নিজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখবেন বলেও জানান।
প্রসঙ্গত, গত ৯ দিন ধরে পিআরটি স্কেল সহ আরও কিছু গুরুত্বপূর্ণ দাবিতে বিকাশ ভবনের পাশে আন্দোলনে বসেছেন প্রাইমারি শিক্ষকরা। তাঁদের অভিযোগ, বেতন বৃদ্ধির বিষয়ে সরকার কোনও কথাই শোনেনি। এ বিষয়ে কথা বলতে শনিবার শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখাও করেন আন্দোলনকারীদের ৫ জনের প্রতিনিধি দল। তাতেও বেতন পরিকাঠামো পুনর্বিন্যাসের কোনও আশ্বাস মেলেনি বলেই দাবি করেছেন তাঁরা। এর পরে আজ বিজেপি নেতা মুকুল রায়ের এই উদ্যোগ যা খুবি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন প্রাথমিক শিক্ষকদের একটা বড় অংশ।
এই বিষয়ে মুকুল রায় জানিয়েছেন, মঙ্গলবার দিল্লিতে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের সঙ্গে কথা বলবেন তিনি। শিক্ষকদের দাবিদাওয়া নিয়ে তিনি নিজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখবেন বলেও জানান।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন