সম্প্রতি প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। এই বেতন নিয়ে তৈরি হওয়া সমস্যা মেটার পরে ফের এবার শিক্ষামন্ত্রী দ্বারস্থ শিক্ষকরা। তাঁদের দাবি, স্কুল শিক্ষকদের প্রাইভেট পড়ানো বন্ধ করতে হবে সরকারকে।
বুধবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে সংগঠনের প্রতিনিধিরা।
ওই সংগঠনের অভিযোগ, স্কুল শিক্ষকদের দফায় দফায় মাইনে বাড়ছে। অথচ তাও তাঁরা প্রাইভেটে ছাত্র পড়িয়ে চলেছেন। ফলে সমস্যায় পড়ছেন শিক্ষিত বেকারদের একটা বড় অংশ। শিক্ষামন্ত্রীকে কঠোর ব্যবস্থা নিতে অনুরোধ করেন তাঁরা। যদিও প্রাথমিক শিক্ষকদের দাবি, রাজ্যে ২৫ লক্ষ শিক্ষিত বেকার টিউশনি করান।
বুধবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে সংগঠনের প্রতিনিধিরা।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন