মুখ্যমন্ত্রীর কাটমানি ইস্যুতে সবথেকে বেশি বিপদে পড়েছেন তৃণমূলের নেতা-নেত্রীরা। আর এই ইস্যুকে হাতিয়ার করে বিধানসভা নির্বাচনে ঝাঁপাতে চাইছে বিজেপি। বিজেপি যখন এইরকম পরিকল্পনা নিচ্ছে, ঠিক তখনই বেজায় অস্বস্তিতে পড়লেন বিজেপি নেতা মুকুল রায় ও তাঁর পুত্র শুভ্রাংশু। কাটমানি আদায়ের নামে পোস্টার পড়ল মুকুল রায় ও তাঁর ছেলের বিরুদ্ধে। বৃহ্স্পতিবার সকালে কাঁচরাপাড়ার ঘটক রোড ও থানা পাড়া মোড় থেকে বেশ কয়েকটি পোস্টার উদ্ধার হয়েছে।
পোস্টারগুলিতে লেখা রয়েছে, "বাবা-ছেলে চিটিংবাজি করেছে গোটা কাঁচরাপাড়া জুড়ে।
কাঁচরাপাড়ার জনগণের কোটি কোটি টাকার হিসাব দিতে হবে। মুকুল রায় ও শুভ্রাংশু রায় প্রস্তুত হও।"
স্বাভাবিকভাবেই নিজের এলাকায় এহেন পোস্টারে বেজায় অস্বস্তিতে মুকুল-শুভ্রাংশু। মুকুল রায়ের পর কিছুদিন আগেই বিজেপিতে যোগ দেন ছেলে শুভ্রাংশু রায়। আর বাবা-ছেলের নামে নিজেদের এলাকাতেই পোস্টার পড়ায় অস্বস্তি বেড়েছে বিজেপি শিবিরেও। যদিও এর পিছনে তৃণমূলেরই হাত থাকতে পারে বলে মনে করছে বিজেপি নেতৃত্ব।
পোস্টারগুলিতে লেখা রয়েছে, "বাবা-ছেলে চিটিংবাজি করেছে গোটা কাঁচরাপাড়া জুড়ে।
স্বাভাবিকভাবেই নিজের এলাকায় এহেন পোস্টারে বেজায় অস্বস্তিতে মুকুল-শুভ্রাংশু। মুকুল রায়ের পর কিছুদিন আগেই বিজেপিতে যোগ দেন ছেলে শুভ্রাংশু রায়। আর বাবা-ছেলের নামে নিজেদের এলাকাতেই পোস্টার পড়ায় অস্বস্তি বেড়েছে বিজেপি শিবিরেও। যদিও এর পিছনে তৃণমূলেরই হাত থাকতে পারে বলে মনে করছে বিজেপি নেতৃত্ব।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন