শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনলেন স্কুল পড়ুয়ারা। আর এর জেরে উত্তেজনা ছড়ায় মালদার জে এম সেঠিয়া হিন্দি বিদ্যালয়ে।
জানা গিয়েছে, স্কুলের ২ শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনে ছাত্রীরা।
অভিভাবকদের কাছে তাদের অভিযোগ, প্রায়ই ওই দুই শিক্ষক তাদের দেহে হাত দেবার চেষ্টা করেন। অভিযোগ, বুধবার এক ছাত্রীকে স্কুলের একটি ফাঁকা ঘরে নিয়ে গিয়ে অশালীন আচরণ করেন এক শিক্ষক। ওই কথা ছাত্রীটি তার পরিবারকে জানায়। তার পরেই অন্যান্য অভিভাবকদের জোগাড় করে স্কুল এসে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা। তাদের দাবি, অভিযুক্ত শিক্ষকদের বহিষ্কার করতে হবে ও তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে তবে।
গতকাল পরিস্থিতি এমন উত্তপ্ত হয়ে যায় যা সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে গেট ঠেলে স্কুলে ঢুকে ধুন্ধুমার চালাল অভিভাবকরা। বিশাল বাহিনী নিয়ে গিয়ে কোনওক্রমে তা সামাল দেয় পুলিশ। লাঠি, বাঁশ নিয়ে অভিভাবকরা তেড়ে যান স্কুলের অফিসের দিকে। শিক্ষকদের একটি ঘরে আটকে দেয় পুলিশ।
এর পরে পুলিশ ওই সব শিক্ষকদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবার প্রতিশ্রুতি দেবার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
জানা গিয়েছে, স্কুলের ২ শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনে ছাত্রীরা।
গতকাল পরিস্থিতি এমন উত্তপ্ত হয়ে যায় যা সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে গেট ঠেলে স্কুলে ঢুকে ধুন্ধুমার চালাল অভিভাবকরা। বিশাল বাহিনী নিয়ে গিয়ে কোনওক্রমে তা সামাল দেয় পুলিশ। লাঠি, বাঁশ নিয়ে অভিভাবকরা তেড়ে যান স্কুলের অফিসের দিকে। শিক্ষকদের একটি ঘরে আটকে দেয় পুলিশ।
এর পরে পুলিশ ওই সব শিক্ষকদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবার প্রতিশ্রুতি দেবার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন