ব্যাট হাতে ধোনিকে সবাই চেনেন। এবার সেনার উর্দিতে নতুন ইনিংস শুরু করলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক এম এস ধোনি। একে-৪৭ হাতে নিয়ে কাশ্মীরে টহল দেওয়া শুরু করেছেন এই ভারতীয় অধিনায়ক।
আগামী পনেরো দিন টেরিটোরিয়াল আর্মির সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল-এর দায়িত্ব পালন করবেন তিনি। আগামী পনেরো দিন সেনার যাবতীয় দায়িত্ব পালন করবেন তিনি। ১০৬ টিএ ব্যাটেলিয়ন (প্যারা)-এর হয়ে টহল দেবেন ধোনি। এই প্রসঙ্গে এক সেনা কর্তা জানিয়েছেন, টহলদারি সেনাদের প্রশিক্ষণের অঙ্গ। যদিও এর আগে প্যারাট্রুপার হিসাবে প্রশিক্ষণ নিয়েছেন ধোনি। প্যারাশুট জাম্পিং করেছিলেন তিনি। এবার সমতলভূমিতে ট্রেনিং-এর অংশ হিসাবে টহল দেওয়া শুরু করলেন তিনি।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন