চলতি মাসের প্রথম দিন থেকে কমল রান্নার গ্যাসের দাম। গতকাল এই দাম কমার কথা জানান হয়। বৃহস্পতিবার থেকে সেই সিদ্ধান্ত কার্যকর হয়ে গেল। এবার ১৪.২ কেজি ওজনের ভর্তুকি-হীন সিলিন্ডার প্রতি গ্যাসের দাম ৬২.৫০ টাকা কমল।
আন্তর্জাতিক বাজারে তরল এলপিজির দাম কমায় ভারতেও কমল গ্যাসের দাম।
গ্যাসের দাম কমার বিষয়ে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে, ভর্তুকি-হীন রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৬৩৭ টাকা থেকে কমে দাঁড়াল ৫৭৪.৫০ টাকা। যা ইতিমধ্যে কার্যকর হয়ে গিয়েছে। বর্তমানে কলকাতায় ভর্তুকি-হীন গ্যাসের দাম হল ৬০১ টাকা, দিল্লিতে ৫৭৪.৫০ টাকা, মুম্বইতে ৫৪৬.৫০ টাকা ও চেন্নাইতে ৫৯০.৫০ টাকা।
গ্যাসের দাম কমার বিষয়ে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে, ভর্তুকি-হীন রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৬৩৭ টাকা থেকে কমে দাঁড়াল ৫৭৪.৫০ টাকা। যা ইতিমধ্যে কার্যকর হয়ে গিয়েছে। বর্তমানে কলকাতায় ভর্তুকি-হীন গ্যাসের দাম হল ৬০১ টাকা, দিল্লিতে ৫৭৪.৫০ টাকা, মুম্বইতে ৫৪৬.৫০ টাকা ও চেন্নাইতে ৫৯০.৫০ টাকা।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন