কলকাতা নিউজ ব্যুরো: বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ , ঝাড়গ্রাম জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করল হাওয়া অফিস। বৃহস্পতিবার আবহাওয়া দফতর থেকে থেকে পাওয়া খবর অনুসারে, উল্লেখিত জেলাগুলিতে তাপমাত্রা ২-৩ ডিগ্রি বেশি থাকতে পারে। আগামী দু'দিন এই আটটি জেলার তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে।
একি সাথে আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতাতেও গরমের অস্বস্তি আগামী রবিবার পর্যন্ত সমান তালে চলতে থাকবে।
কিছুদিন আগে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ফণীর দাপটের পর থেকে বৃষ্টির আর দেখা নেই গোটা রাজ্য জুড়ে। আগামী কয়েক দিনের মধ্যে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনাও আছে বলে জানা যায়নি। তার উপর আগামী দু'দিন এই আটটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তবে শুধু এই আটটি জেলাই নয়, পাশাপাশি কলকাতার তাপমাত্রাও যে আরও কিছুটা বাড়বে বলে অনুমান।
কিছুদিন আগে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ফণীর দাপটের পর থেকে বৃষ্টির আর দেখা নেই গোটা রাজ্য জুড়ে। আগামী কয়েক দিনের মধ্যে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনাও আছে বলে জানা যায়নি। তার উপর আগামী দু'দিন এই আটটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তবে শুধু এই আটটি জেলাই নয়, পাশাপাশি কলকাতার তাপমাত্রাও যে আরও কিছুটা বাড়বে বলে অনুমান।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন