কলকাতা নিউজ ব্যুরো: আবার কি দল ছাড়ছেন আর এক তৃণমূল বিধায়ক? এমন জল্পনা বাড়িয়ে নোয়াপাড়ার তৃণমূল বিধায়ক সুনীল সিং-এর বাড়িতে গেলেন অর্জুন সিং। ভোটের ঠিক আগে বারাকপুরের বিজেপি প্রার্থী রাজ্যের শাসক দল তথা তৃণমূল বিধায়কের বাড়িতে যাওয়ায় রাজনৈতিক মহলে আবারও জল্পনা বাড়তে শুরু করেছে। যদিও, ওই সময় বাড়িতে ছিলেন না সুনীল সিং।
অর্জুন সিং অবশ্য জানাচ্ছেন, এটা তাঁর বোনের বাড়ি। তাই সেখানে যখন ইচ্ছা তিনি আসতেই পারেন। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।
সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন অর্জুন সিং। এখন অর্জুন বারাকপুরে গেরুয়া শিবিরের প্রার্থী। এই বারাকপুর কেন্দ্রের মধ্যেই পড়ে নোয়াপাড়া বিধানসভা। বেশ কিছুদিন নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং-এর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জোর গুঞ্জন ছড়ায় রাজনৈতিক মহলে। তিনি অবশ্য এখনও দলবদল করেননি। তবে তাঁর ছেলে মামা অর্জুন সিংয়ের হাত ধরেই ইতিমধ্যে গেরুয়া জামা গায়ে চাপিয়েছেন।
সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন অর্জুন সিং। এখন অর্জুন বারাকপুরে গেরুয়া শিবিরের প্রার্থী। এই বারাকপুর কেন্দ্রের মধ্যেই পড়ে নোয়াপাড়া বিধানসভা। বেশ কিছুদিন নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং-এর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জোর গুঞ্জন ছড়ায় রাজনৈতিক মহলে। তিনি অবশ্য এখনও দলবদল করেননি। তবে তাঁর ছেলে মামা অর্জুন সিংয়ের হাত ধরেই ইতিমধ্যে গেরুয়া জামা গায়ে চাপিয়েছেন।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন