এবার কেন্দ্রের কাছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের রেজিস্ট্রেশন বাতিলের দাবি জানাবে বঙ্গ বিজেপি। এমন চাঞ্চল্যকর মন্তব্য করলেন বিজেপি নেতা মুকুল রায়। রবিবার তৃণমূলের কড়া সমালোচনা করে মুকুল বলেন, “নতুন সরকার ক্ষমতায় এলে আমরা তাদের কাছে দাবি জানাব যাদের গণতন্ত্রের উপর বিশ্বাস নেই এমন রাজনৈতিক দলের স্বীকৃতি নিয়ে ভাবনাচিন্তা করতে।” তিনি আরও বলেন, “গণতান্ত্রিক-ভাবে নির্বাচিত হয়েও যারা গণতন্ত্রে বিশ্বাস করে না।
তাদের সাংবিধানিক স্বীকৃতি থাকা উচিত নয়।” এদিনই তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হয়েছিলেন বিজেপির আরএক নেতা জয়প্রকাশ মজুমদার। তিনিও কমিশনের কাছে তৃণমূলের রেজিস্ট্রেশন বাতিলের আবেদন রাখেন।
রাজ্যে সন্ত্রাসের কথা উল্লেখ করেন এদিন মুকুল-বাবু বলেন, “আমরা ভোট-পরবর্তী সন্ত্রাসের কথা ভেবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়ে দাবি করেছি কেন্দ্রীয় বাহিনীকে যাতে ভোটের পরেও মডেল কোড অফ কনডাক্ট চালু থাকা অব্দি রাজ্যে রেখে দেওয়া হয়।” বাংলার শাসক দল তৃণমূলের পক্ষ থেকে বিজেপি কর্মীদের ওপর ভোট পরবর্তী পর্যায়ে সন্ত্রাস হতে পারে বলে আশঙ্কা করেন এই হেভি-ওয়েট নেতা।
রাজ্যে সন্ত্রাসের কথা উল্লেখ করেন এদিন মুকুল-বাবু বলেন, “আমরা ভোট-পরবর্তী সন্ত্রাসের কথা ভেবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়ে দাবি করেছি কেন্দ্রীয় বাহিনীকে যাতে ভোটের পরেও মডেল কোড অফ কনডাক্ট চালু থাকা অব্দি রাজ্যে রেখে দেওয়া হয়।” বাংলার শাসক দল তৃণমূলের পক্ষ থেকে বিজেপি কর্মীদের ওপর ভোট পরবর্তী পর্যায়ে সন্ত্রাস হতে পারে বলে আশঙ্কা করেন এই হেভি-ওয়েট নেতা।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন